দুপচাঁচিয়া পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম বরখাস্ত | Daily Chandni Bazar দুপচাঁচিয়া পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম বরখাস্ত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৭ অক্টোবর, ২০২৩ ২১:১০
দুপচাঁচিয়া পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম বরখাস্ত
দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ

দুপচাঁচিয়া পৌরসভার মেয়র 
জাহাঙ্গীর আলম বরখাস্ত

বগুড়া দুপচাঁচিয়া পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম’কে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। গত বৃহস্পতিবার স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পৌর-১ শাখার উপ-সচিব আব্দুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এটি জানানো হয়েছে। 
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগ পৌর-১ শাখা উপ-সচিব আব্দুর রহমানের স্বাক্ষরীত স্মারক নং-৪৬.০০.০০০০.০৬৩.২৭.০০৩.২০(অংশ-১)-১৬০৯ ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, বগুড়া দুপচাঁচিয়া পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে বগুড়া সদর থানার ১ম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালতে দায়েরকৃত জিআর ২৬/৯৬ (দুপচাঁচিয়া) মামলায় পাবলিক পরীক্ষা নিয়ন্ত্রণ আইন ১৯৮০ এর ধারা ১১ অনুযায়ী গত ২৭ ফেব্রুয়ারি ২০০৫ তারিখে ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। উক্ত মামলায় আরোপিত দন্ড সম্পর্কিত তথ্য গোপন করে ১৩ জানুয়ারি ২০২০ তারিখে অনুষ্ঠিত দুপচাঁচিয়া পৌরভার মেয়র পদের নির্বাচনে মনোনয়নপত্রের সাথে দাখিলকৃত হলফনামায় মিথ্যা তথ্য প্রদান করেছেন, যা স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর ৩২ ধারা পরিপন্থি’ মর্মে বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক জানানো হয়েছে। স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯ এর ধারা ৩২(১) (ঘ), (জ) এবং (২) অনুযায়ী তাঁকে পৌরসভার মেয়র পদ হতে অপসারণের কার্যক্রম শুরু সহ উক্ত আইনের ধারা ৩১(১) অনুযায়ী তাঁকে দুপচাঁচিয়া পৌরসভার মেয়র পদ হতে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। সেই সাথে স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯ এর ধারা ৩১(২) অনুযায়ী দুপচাঁচিয়া পৌরসভার মেয়র প্যানেলের জ্যেষ্ঠতার ক্রম অনুযায়ী প্যানেল মেয়র-১-ইদ্রিস আলীকে পৌরসভার মেয়রের দায়িত্ব অর্পণ করা হয়।
 
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন