ধুনটে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ | Daily Chandni Bazar ধুনটে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২৩ ২২:৪৩
ধুনটে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
ধুনট (বগুড়া) প্রতিনিধি

ধুনটে কৃষকদের মাঝে বিনামূল্যে
বীজ ও সার বিতরণ

বগুড়ার ধুনট উপজেলার ১০টি ইউনিয়নের ৫ হাজার ১৫০ জন কৃষক-কৃষাণীর মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়েছে। রবিবার সকাল ১১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিপ্তরের আয়োজনে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন।

ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক খানের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ধুনট উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রকৌশলী আসিফ ইকবাল সনি, পৌর মেয়র এজিএম বাদশাহ, উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান, আ’লীগ নেতা গোলাম হোসেন সরকার, গোলাম সোবাহান, রেজাউল করিম, শরিফুল ইসলাম খান প্রমূখ। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন