
বগুড়ার দুপচাঁচিয়া থানা পুলিশ গত ২৮অক্টোবর শনিবার রাতে ও পরদিন রোববার সকালে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ১৬জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার চামরুল ইউনিয়ন ওয়ার্ড বিএনপির সভাপতি মানিক হোসেন(৩৮), গুনাহার ইউনিয়ন ওয়ার্ড বিএনপির সভাপতি আতিকুর রহমান(৩৮), জিয়ানগর ইউনিয়ন ওয়ার্ড বিএনপির সহসভাপতি আজিজার রহমান(৪২), বিএনপি কর্মী মোমিনুর রহমান(২৮), মোস্তাফিজুর রহমান(৪০), আজিজার রহমান(৬০), মামুনুর রশিদ(৩৬), আব্দুর রাজ্জাক(৬০) ও জামায়াতের কর্মী দেলোয়ার হোসেন মুমিন(৪৭), শহীদ সাখিদার(৫০), মুনছুর রহমান(৫০), জোবায়েদ হোসেন জাকারিয়া(৪২), নূর প্রামানিক(৩৬), নাজমুল হোসেন ওরফে খোকন(৩৩), শফিকুল মোল্লা(২৭) এবং রাসেল মন্ডল(২৭)। অপরদিকে দুপচাঁচিয়া থানা পুলিশ জেলা গোয়েন্দা পুলিশের সহায়তায় গতকাল রোববার ভোরে ঢাকার আশুলিয়া থেকে নাশকতার অভিযোগে ৫জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন মোহাম্মদ আরিফ(২২), আজিজুল হক(৫০), ইউসুফ আলী(৬০), আবুল খায়ের(৪৬) ও মাহবুব আলম দুলাল(৫৫)।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, নাশকতা মামলার তদন্তে প্রাপ্ত ১৬জন বিএনপি-জামায়াতের নেতাকর্মী ও গোয়েন্দা পুলিশের সহায়তায় ৫জন নাশকতা মামলার আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন