বিএনপির ডাকা হরতাল দুপচাঁচিয়ায় নিরুত্তাপ | Daily Chandni Bazar বিএনপির ডাকা হরতাল দুপচাঁচিয়ায় নিরুত্তাপ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২৩ ২২:৪৬
বিএনপির ডাকা হরতাল দুপচাঁচিয়ায় নিরুত্তাপ
দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ

বিএনপির ডাকা হরতাল দুপচাঁচিয়ায় নিরুত্তাপ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ডাকা গত ২৯অক্টোবর রোববার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালে দুপচাঁচিয়ায় কোনো প্রভাব পড়েনি। এদিন সকাল থেকেই বগুড়া-নওগাঁ সড়কে যাত্রীবাহী বাস  ও মালবাহী ট্রাক চলাচল সহ সকল দোকানপাট খোলা ছিল। তবে হরতাল চলাকালীন সময়ে দূরপাল্লার কোনো যাত্রীবাহী বাস চলাচল করতে দেখা যায়নি। এছাড়াও হরতালের সমর্থনে বিএনপি ও অঙ্গ সংগঠনের কোনো নেতাকর্মীকে পিকেটিং করতে দেখা যায়নি। পুলিশ উপজেলার বিভিন্ন পয়েন্টে সকাল থেকেই সতর্ক অবস্থান করেছেন। এদিন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন জিহাদী, সিনিয়র সহকারী পুলিশ সুপার(আদমদীঘি সার্কেল) নাজরান রউফ, দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদের নেতৃত্বে পুলিশ ফোর্স আইনশৃঙ্খলা রক্ষায় উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে টহল দিয়েছেন। অপরদিকে দুপচাঁচিয়া উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে হরতাল বিরোধী বিক্ষোভ মিছিল ও সিওঅফিস বাসস্ট্যান্ড এলাকায় বিএনপি-জামায়াতের নৈরাজ্যের বিরুদ্ধে শান্তি ও উন্নয়ন সমাবেশ করা হয়েছে। উপজেলা আ’লীগের সভাপতি আমিনুর রহমান এর সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন