নন্দীগ্রামে পৌর বিএনপির সাংগঠনিকসহ গ্রেপ্তার ছয় | Daily Chandni Bazar নন্দীগ্রামে পৌর বিএনপির সাংগঠনিকসহ গ্রেপ্তার ছয় | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২৩ ২২:৪৯
নন্দীগ্রামে পৌর বিএনপির সাংগঠনিকসহ গ্রেপ্তার ছয়
নিজস্ব প্রতিবেদক

নন্দীগ্রামে পৌর বিএনপির সাংগঠনিকসহ গ্রেপ্তার ছয়

বগুড়ার নন্দীগ্রামে বাসষ্ট্যান্ড বঙ্গবন্ধু চত্বর এলাকায় ককটেল বিস্ফোরণ মামলায় পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদকসহ ৬জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এঘটনায় বিএনপির  নেতার নাম উল্লেখসহ অজ্ঞাত ২০০ জনকে আসামী করে মামলা দায়ের হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক বাচ্চু মিঞা (৪৬), ২নং ওয়ার্ড যুবদলের সভাপতি যোবায়ের আহম্মেদ রাজা (৩৪), সদস্য আশরাফুল ইসলাম (৩৮), বিএনপি নেতা আলমগীর হোসেন (৪৫), জিয়াউল হক (৩৬) ও ফুলবর রহমান (৪৫)। নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন, ককটেল বিস্ফোরণ ঘটনায় থানায় মামলা হয়েছে। ইতিমধ্যে ৬জনকে গ্রেপ্তার করে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। অন্য আসামীদের গ্রেপ্তার করতে পুলিশ মাঠে কাজ করছে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন