নাশকতার মামলায় শেরপুরে বিএনপি জামায়াতের ৩ নেতা আটক | Daily Chandni Bazar নাশকতার মামলায় শেরপুরে বিএনপি জামায়াতের ৩ নেতা আটক | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২৩ ২২:৫১
নাশকতার মামলায় শেরপুরে বিএনপি জামায়াতের ৩ নেতা আটক
শেরপুর(বগুড়া)প্রতিনিধি-

নাশকতার মামলায় শেরপুরে বিএনপি জামায়াতের ৩ নেতা আটক

নাশকতার মামলায় বগুড়ার শেরপুরে বিএনপি জামায়াতের ৩ নেতাকে আটক করেছে থানা পুলিশ। শনিবার (২৮ অক্টোবর) সন্ধায় শেরপুর পৌর শহরের হাসপাতাল রোড এলাকা থেকে আটক করা হয় তাদের।

আটককৃতরা হলেন, গোসাইবাড়ি বটতলা এলাকার ওমর আলীর ছেলে বিএনপি নেতা, মো: শহিদুল ইসলাম পাশা (৪০), সুঘাটের বেলগাছি এলাকার মৃত রেজাফ উদ্দিন মন্ডলের ছেলে বিএনপি নেতা মো: আব্দুর রাজ্জাক (৪৯) ও কুসুম্বী ইউনিয়নের বাগড়া এলাকার মৃত খাদেমুল ইসলামের ছেলে জামায়াত নেতা মো: মাহবুব রহমান।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবু কুমার সাহা জানান, আটককৃতদের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণ ও নাশকতার মামলা রয়েছে। রবিবার গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন