
বগুড়ার শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ ইউপির বেলভ‚জা গ্রামে পূর্ব বিরোধের জের ধরে আইয়ুব শেখের বসতবাড়ীতে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। বিবরণে প্রকাশ বুড়িগঞ্জ ইউপির বেলভুজা গ্রামের আমজাদ শেখের পুত্র আইয়ুব শেখের বসতবাড়ীতে শনিবার রাত ১১টায় টিনের ছাউনিতে দাউদাউ করে আগুন জ¦লতে দেখে স্থানীয়রা।
এসময় ওই বাড়ীতে কেউ না থাকায় শিবগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস অফিসে সংবাদ দেয় গ্রামবাসী। ফায়ার সার্ভিসের একটি ইউনিট ওই গ্রামে পৌছে কিন্তু রাস্তা ছোট হওয়ায় ঘটনারস্থলে পৌছাতে পারেনা। এসময় গ্রামবাসীর সহযোগিতায় আগুন নিভিয়ে ফেলে। এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য মোস্তফা জানান, আগুন লাগার বিষয়টি তিনি শুনেছেন। বাড়ীর মালিক পক্ষ জানান, পূর্ব বিরোধের জের ধরে এই আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। তিনি আরোও জানান, আগুনে প্রায় দেড় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ সংবাদ লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন