গাবতলীতে বার্মিজ চাকুসহ দুই যুবক গ্রেফতার | Daily Chandni Bazar গাবতলীতে বার্মিজ চাকুসহ দুই যুবক গ্রেফতার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৬ নভেম্বর, ২০২৩ ০০:০৫
গাবতলীতে বার্মিজ চাকুসহ দুই যুবক গ্রেফতার
গাবতলী (বগুড়া) প্রতিনিধি :

গাবতলীতে বার্মিজ চাকুসহ
দুই যুবক গ্রেফতার

বগুড়ার গাবতলী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ৮টায় কাগইল বাজার তিনমাথা মোড়ে তল্লাশী চালিয়ে ২টি বার্মিজ চাকুসহ রিপন ইসলাম (৩৪) এবং  ই¯্রাফিল ইসলাম (২০) নামের যুবককে গ্রেফতার করেছে। গতকাল রবিবার গ্রেফতারকৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 
জানা যায়,  গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই আব্দুল কুদ্দুস ও এএসআই আবু তৈয়বসহ সঙ্গীয় ফোর্স নিয়ে কাগইল বাজার তিনমাথা মোড়ে অভিযান চালায়। অভিযানকালে রিপন ও ই¯্রারাফিলের দেহ তল্লাশী করলে তাদের কাছ থেকে ধারালো ২টি বার্মিজ চাকু উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রিপন শিবগঞ্জের কাজীতলা পূর্ব জাহাঙ্গীরাবাদ গ্রামের আব্দুল মান্নানের ছেলে এবং একই গ্রামের জাহিদুল ইসলামের ছেলে ই¯্রাফিল ইসলাম। তাদের বিরুদ্বে অস্ত্র আইনে মামলা দায়ের করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। বিষয়টি মডেল থানার ওসি সনাতন চন্দ্র সরকার স্থানীয় সাংবাদিকদের নিশ্চিত করেছেন। 

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন