শিবগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সংবাদ সম্মেলন | Daily Chandni Bazar শিবগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সংবাদ সম্মেলন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৬ নভেম্বর, ২০২৩ ০০:১০
শিবগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সংবাদ সম্মেলন
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি

শিবগঞ্জ উপজেলা জাতীয়
পার্টির সংবাদ সম্মেলন

বগুড়ার শিবগঞ্জ উপজেলা জাতীয় পার্টির আয়োজনে দলীয় কার্যালয়ে সোমবার এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপজেলা জাতীয় পার্টি সভাপতি এরফান আলী বলেন, রবিবার বিএনপির জামাতের ডাকা দেশব্যাপী হরতাল অবরোধ কর্মসূচি চলাকালে বিএনপির জামাতের সন্ত্রাস বাহিনী কর্তৃক বগুড়া সদর উপজেলা নির্বাহী অফিসার এর গাড়ী ভাঙচুর করে। কিন্তু একটি কুচক্রী মহল এ ঘটনায় বগুড়া জেলা জাতীয় পার্টির সদস্য আইনুল হককের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে। তিনি সংবাদ সম্মেলনে দাবি করেন অবিলম্বে আইনুল হকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করে প্রকৃত দোষি ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধর্তন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও সৈয়দপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মোত্তালেব, সাংগঠনিক সম্পাদক শাহিনুর ইসলাম মাস্টার।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন