
দুপচাঁচিয়ায় উপজেলা প্রেসক্লাবের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গত ৬নভেম্বর সোমবার সকালে ক্লাব কার্যালয়ে উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু আব্দুল্লাহ প্রিন্স এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু কালাম আজাদ এর পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ক্লাবের সহসভাপতি কামরুল হাসান লিটন, যুগ্ম সম্পাদক এমডি শিমুল, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক, কোষাধ্যক্ষ অরবিন্দ কুমার দাস, দপ্তর সম্পাদক উজ্জ্বল চক্রবর্তী শিশির, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু রায়হান চৌধুরী, সাহিত্য সম্পাদক গোলাম মুক্তাদির সবুজ, সদস্য বাহারাম আলী, মোসফিকুর রহমান সবুজ, খাইরুল ইসলাম দেওয়ান, আরিফুর রহমান প্রমুখ। আলোচনা শেষে প্রধান অতিথি ৮ম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কর্তন করেন।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন