দুপচাঁচিয়ায় বিডিএম আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের চারতলা একাডেমিক ভবনের নির্মাণ কাজ শেষে উদ্বোধন করা হয়েছে। গত ৮নভেম্বর বুধবার দুপুরে আদমদীঘি-দুপচাঁচিয়া এলাকার সংসদ সদস্য আলহাজ্ব এ্যাড. নুরুল ইসলাম তালুকদার প্রধান অতিথি হিসাবে ফলক উন্মোচন করে এ ভবনের উদ্বোধন করেন। এসময় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী আল আমিন, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এসএম সাহিদ, সহসভাপতি রেজাউল হক তালুকদার দুলু, থানার এএসআই সিরাজুল ইসলাম, জাপা নেতা আব্দুল মান্নান,বিডিএম আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আব্দুর রউফ সহ অত্র প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের বাস্তবায়নে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর(ইইডি) বগুড়া এ ভবনের নির্মাণ কাজ সম্পন্ন করেন।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন