গাইবান্ধার গোবিন্দগঞ্জে মহিমাগঞ্জ স্টেশনে ট্রেনের চাকায় কাটা পড়ে আব্দুস সোবহান আকন্দ (৬০) ও শ্রীমুখে ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষে ওমর ফারুক (১৯) নামে দুইজন নিহত হয়েছে।
মঙ্গলবার (৭ নভেম্বর) সকাল ১১টায় উপজেলার মহিমাগঞ্জ রেলস্টেশনে এবং দুপুর ২টায় গোবিন্দগঞ্জ - মহিমাগঞ্জ সড়কের শ্রীমুখ নামক স্থানে দুর্ঘটনা দুটি ঘটে। মৃত সোবহান আকন্দের বাড়ি গাইবান্ধার পৌর এলাকার জুম্মাপাড়ায় ও নিহত ওমর ফারুক উপজেলার কোচাশহর ইউনিয়নের শক্তিপুর গ্রামের মতিয়ার রহমানের পুত্র।
মহিমাগঞ্জের ঘটনায় স্থানীয়রা জানায়, আব্দুস সোবহান আকন্দ ডিউটি শেষে গাইবান্ধা শহরের বাসায় যাওয়ার জন্য বুড়িমাড়ী গামী আন্তঃনগর ৭১৩ আপ করতোয়া এক্সপ্রেস ট্রেনে উঠার সময় পা ফসকে তিনি প্ল্যাটকর্মের নিচে পড়ে যান। তখন ট্রেনের চাকায় কাটা পড়ে তার ডান হাত ও ডান পা বিচ্ছিন্ন হয়ে যায়। বোনারপাড়া রেলওয়ে স্টেশন মাস্টার খলিলুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
অপর ঘটনায় প্রত্যক্ষদর্শীরা জানায়, মহিমাগঞ্জ মুখী একটি ট্রাক্টরের সাথে গোবিন্দগঞ্জ মুখী মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলে ওমর ফারুক মারা যায়। কোচাশহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল হক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
গোবিন্দগঞ্জ থানার তদন্ত ওসি বুলবুল ইসলাম জানান, দুর্ঘটনা দুইটির সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে। তবে কোন দাবী না থাকায় নিহত ব্যক্তিদের মরদেহ পরিবারের কাছে বুঝে দেয়া হয়েছে।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন