কানে হেডফোন দিয়ে রেললাইন পার, ধাক্কায় তরুণীর মৃত্যু | Daily Chandni Bazar কানে হেডফোন দিয়ে রেললাইন পার, ধাক্কায় তরুণীর মৃত্যু | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০২৩ ১৬:১৭
কানে হেডফোন দিয়ে রেললাইন পার, ধাক্কায় তরুণীর মৃত্যু
অনলাইন ডেস্ক

কানে হেডফোন দিয়ে রেললাইন পার, ধাক্কায় তরুণীর মৃত্যু

কলকাতা-খুলনা বন্ধন এক্সপ্রেসের ধাক্কায় পশ্চিমবঙ্গের চাঁদপাড়ার ঢাকুরিয়া এলাকার শর্মিলা প্রামাণিক (২৭) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকালে বন্ধন এক্সপ্রেস কলকাতা থেকে বাংলাদেশের উদ্দেশে যাওয়ার সময় উত্তর ২৪ পরগনা জেলার ঠাকুরনগর স্টেশনে দুর্ঘটনাটি ঘটে।

জানা গেছে, শর্মিলা প্রামাণিক একটি বেসরকারি প্যাথলজি ল্যাবে কাজ করেন। বৃহস্পতিবার সকালে ওই তরুণী প্যাথলজি ল্যাবে রক্ত সংগ্রহের জন্য ঠাকুর নগর স্টেশনে নামেন। কানে হেডফোন দিয়ে রেললাইন পার হচ্ছিলেন। ঠিক ওই সময় দুই নম্বর লাইনে বন্ধন এক্সপ্রেসে আসছিল। হেডফোন কানে থাকায় বন্ধন এক্সপ্রেসের শব্দ শুনতে পাননি তিনি। এরপরই ট্রেনটির ধাক্কায় তার মৃত্যু হয়।

এ ঘটনার ফলে ঠাকুরনগর স্টেশনে চাঞ্চল্য সৃষ্টি হয়। খবর দেওয়া হয় বারাসাত জিআরপিকে। ঘটনাস্থলে রেলওয়ে পুলিশ পৌঁছে মৃত তরুণীর মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।

স্থানীয় বাসিন্দা রমা বিশ্বাস জানান, সকালে বাংলাদেশগামী একটি ট্রেন ধাক্কা মারে। রেলওয়ে পুলিশ পাহারা দিলে এ ধরনের দুর্ভাগ্যজনক ঘটনা ঘটতো না।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন