জয়পুরহাটে পাথর বোঝাই ট্রাকে আগুন | Daily Chandni Bazar জয়পুরহাটে পাথর বোঝাই ট্রাকে আগুন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০২৩ ২১:৪৬
জয়পুরহাটে পাথর বোঝাই ট্রাকে আগুন
জয়পুরহাট ব্যুরোঃ

জয়পুরহাটে পাথর বোঝাই ট্রাকে আগুন

জয়পুরহাট-হিলি সড়কের পুরনাপৈল এলকার গতন শহর নামক স্থানে একটি পাথর বোঝাই ট্রাকে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। তবেতাৎক্ষনিক তারা ঘটনাস্থল থেকে পালিয়ে গেলে চালক ও হেল্পারই আগুন নেভাতে সক্ষম হন বলে এতে কোন ক্ষয়ক্ষতি হয়নি। বৃহস্পতিবার (১৬নভেম্বর) সকালের দিকে এ ঘটনা ঘটেছে। ট্রাকচালক নওগার আনন্দ নগর গ্রামের আকাশ হোসেন জানান, ‘পঞ্চগড় থেকে ট্রাকে পাথর বোঝাই করে নিয়ে নওগাঁ যাচ্ছিলাম।ভোর সাড়ে ৪ টা থেকে পৌনে ৫ টা নাগাদ পুরানাপৈল রেল লাইনের ক্রসিংয়ের অদূরে গতন শহর এলাকায় আসলে সামনে পুরানাপৈল রেল গেট পড়লে ট্রাকের গতি কমিয়ে দেই ‘ এ সময় ট্রাক চালক যশোরের নাইম হোসেন, বগুড়ার জনি মিয়া, নাটোরের হেলাল উদ্দিনসহ অন্যান্য মটর যানের চালক ও হেল্পাররা জানান, ৮/১০ যুবক এসে ট্রাকে ইট পাটকেল ছুঁড়তে ছুড়তে ট্রাকের কাছে এসে আগুন ধরিয়ে দিয়েই দ্রুত পালিয়ে যান।। তখন তাৎক্ষণিক ট্রাকের (চালক)ও হেল্পারসহ অন্য গাড়ির লোকজন এসে পাশের খাদ থেকে পানি ও রাস্তার বাল ুদিয়ে আগুন নিভিয়ে ফেলেন। জয়পুরহাট সদর থানার উপ পরিদর্শক (এসআই)নাজমুল হক জানান, খবরপেয়েপুলিশএসেঘটনাস্থলে আসলে দূর্বৃত্তর পালিয়ে গেলেও তাদের শনাক্তকরনে পুলিশ তদন্ত করছে। গ্রামের সামনের গ্লাস ও একটি চাকার ট্রায়ার সামান্য ক্ষতি হয়েছে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন