গোবিন্দগঞ্জে নির্বাচনী তফসিলকে স্বাগত জানিয়ে সাবেক এমপি আবুল কালাম আজাদের আনন্দ মিছিল | Daily Chandni Bazar গোবিন্দগঞ্জে নির্বাচনী তফসিলকে স্বাগত জানিয়ে সাবেক এমপি আবুল কালাম আজাদের আনন্দ মিছিল | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০২৩ ২১:৪৮
গোবিন্দগঞ্জে নির্বাচনী তফসিলকে স্বাগত জানিয়ে সাবেক এমপি আবুল কালাম আজাদের আনন্দ মিছিল
ষ্টাফ রিপোর্টার

গোবিন্দগঞ্জে নির্বাচনী তফসিলকে স্বাগত জানিয়ে
সাবেক এমপি আবুল কালাম আজাদের আনন্দ মিছিল

গাইবান্ধার গোবিন্দগঞ্জে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়ে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও সাবেক এমপি অধ্যক্ষ আবুল কালাম আজাদের পক্ষ থেকে আনন্দ মিছিল হয়েছে। 

বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭ টায় প্রধান নির্বাচন কমিশনার জাতির উদ্দেশ্যে ভাষণে নির্বাচনী তফসিল ঘোষণার পরপরই উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ নির্দেশে পৌর শহরে আনন্দ মিছিল করে নেতাকর্মীরা। পৌর শহরের গরুহাটিতে নিজস্ব রাজনৈতিক কার্যালয় চত্বর থেকে মিছিলটি বের হয়ে মহাসড়ক অংশ প্রদক্ষিণ শেষে ফিরে আসে। সেখানে সংক্ষিপ্ত বক্তব্যে নেতা-কর্মীরা তফসিলকে স্বাগত জানান। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটারদের ভোট প্রদানে আহ্বান জানানো হয়। শেষে উপস্থিত নেতা-কর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও দরবস্ত ইউপি চেয়ারম্যান আ.র.ম শরিফুল ইসলাম জর্জ, জেলা পরিষদের সদস্য জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাপমারা ইউপি চেয়ারম্যান শাকিল আকন্দ বুলবুল, শিবপুর ইউপির সাবেক চেয়ারম্যান তৌহিদুল ইসলাম প্রধান শাহীন, উপজেলা আওয়ামী লীগের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক আতিকুর রহমান আতিক, কামারদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক তৌকির হাসান রচি, গুমানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাছুদুর রহমান মুরাদ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তালুককানুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম লিচু, মহিমাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান আতিক, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের গাইবান্ধা জেলা শাখার সাবেক মানজুদুর  রহমান লাভলু, মমিনুল ইসলাম, মুক্তার হোসেন সাদ্দাম, ছাত্রনেতা বাবুল ইসলাম সহ বিভিন্ন পৌর ওয়ার্ড ও ইউনিয়ন নেতৃবৃন্দ।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন