বগুড়া বিয়াম মডেল স্কুলের শিক্ষক আসাদ আর নেই | Daily Chandni Bazar বগুড়া বিয়াম মডেল স্কুলের শিক্ষক আসাদ আর নেই | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০২৩ ২১:৫১
বগুড়া বিয়াম মডেল স্কুলের শিক্ষক আসাদ আর নেই
ষ্টাফ রিপোর্টার

বগুড়া বিয়াম মডেল স্কুলের শিক্ষক আসাদ আর নেই

বগুড়া বিয়াম মডেল স্কুল ও কলেজ বগুড়ার সহকারী শিক্ষক (গণিত) আসাদ আলী (৪৫) কিডনি সমস্যা জনিত কারনে ইন্তেকাল করেছেন। (ইন্না-লিল্লাহে ওয়া ইন্না-লিল্লাহে রাজিউন)। মৃত্যুকালে এক ছেলে- মেয়ে, স্ত্রী ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বিয়াম ফাউন্ডেশন, ঢাকা পরিচালক (প্রশাসন) আরিফুল ইসলাম, বিয়াম ফাউন্ডেশন, বগুড়ার আঞ্চলিক কেন্দ্রের পরিচালক আব্দুর রফিক, বিয়াম মডেল স্কুল ও কলেজের অধ্যক্ষ মুস্তাফিজুর রহমান, বিয়াম ল্যাবরেটরি স্কুল ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রোকেয়া পারভীন, মডেল স্কুল ও কলেজের উপাধ্যক্ষদ্বয় দুলাল হোসেন ও শফিকা আকতার, সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম, সাইফুল আলম, জিয়াউর রহমান, নাসরিন আকতার, প্রভাষক রফিকুল ইসলাম, আব্দুল হান্নান, হাফিজুর রহমান, প্রদর্শক জাহাঙ্গীর আলম শিক্ষক আরিফুর রহমান, বিশ্বরূপ রায়, ইসরাফিল হোসাইন বুলবুল আহমেদ, তবিবুর রহমান, মাহফুজ করিম প্রমূখ।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন