বাঙালি সংস্কৃতির অন্যতম উৎসব নবান্ন। এই নবান্ন উৎসবের সঙ্গে শিশু-কিশোরদের পরিচিতি ঘটানোর লক্ষ্যে বগুড়া শিশু নাট্যদলের উদ্যোগে ৯ম নবান্ন উৎসব ১৪৩০ আয়োজনের প্রস্তুতিমূলক মতবিনিময় সভা ১৫ নভেম্বর সন্ধ্যায় ম্যাক্স মোটেলে অনুষ্ঠিত হয়। বগুড়া শিশু নাট্যদলের উপদেষ্টা জিএম সাকলায়েন বিটুলের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অংশ নিয়ে আলোচনা করেন তছলিম উদ্দিন তরফদার ডিগ্রি কলেজ বগুড়ার অধ্যক্ষ আবুল কালাম আজাদ, নজরুল পরিষদ বগুড়ার সভাপতি কলামিস্ট এ্যাড. মনতেজার রহমান মন্টু, কবি ও গল্পকার রাহমান ওয়াহিদ, বগুড়া নাট্যদলের সভাপতি মির্জা আহছানুল হক দুলাল, কবি জয়ন্ত দেব, উচ্চারণ একাডেমির পরিচালক এ্যাড. পলাশ খন্দকার, কবি ও শিক্ষক আবেদা আশরাফ, তাপসী রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বর্ণকার জহুরুল ইসলাম রতন, প্রকাশ শৈলী’র পরিচালক লুবনা জাহান, নৃত্যপ্রশিক্ষক নূরজাহান রেখা, আবৃত্তিশিল্পী আফসানা সিমি প্রমুখ। সভায় বিস্তারিত আলোচনা শেষে নবান্ন উৎসবে শিশু-কিশোরদের অংশগ্রহণের বিষয়টি বিবেচনায় রেখে বগুড়া শিশু নাট্যদলের উদ্যোগে এবারের দিনব্যাপী ৯ম নবান্ন উৎসব আগামী ৮ ডিসেম্বর ২০২৩, ২৩ অগ্রহায়ণ ১৪৩০ তারিখ, শুক্রবার আয়োজনের সিদ্ধান্ত হয়। এরপর জিএম সাকলায়েন বিটুলকে আহ্বায়ক ও আব্দুল খালেককে সদস্য সচিব করে ১৫ সদস্য বিশিষ্ট ৯ম নবান্ন উৎসব ১৪৩০ উদ্যাপন কমিটি গঠন করা হয়। মতবিনিময় সভা পরিচালনা করেন বগুড়া শিশু নাট্যদলের পরিচালক আব্দুল খালেক।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন