বৃহস্পতিবার বগুড়ার সোনাতলা উপজেলার পৌর এলাকার কামারপাড়া গ্রামের মৃত মোবারক আলী সরকারের ছেলে মোঃ সাহাবুল সরকার (৫৫) সোনাতলা থেকে অটোভ্যানযোগে দুপুরে একই গ্রামের মোঃ আব্দুল ছালাম মন্ডলের ছেলে মোঃ বিপুল মন্ডলের অটোভ্যানে বাড়িতে যাওয়ার পথে শরীফ উদ্দিন রেল গেট মোড়ে অটোভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে নিচে পরে যায়। তার শরিরের উপরে অটোভ্যানে চাপায় তার কাঠি ভেঙ্গে যাওয়া ও মাথায় গুরুত্ব আঘাত পায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সোনাতলা হাঁসপাতালে নেওয়া পর জরুরী বিভাগের ডাক্তার দেখার পর তাকে মৃত্য ঘোষণা করে। অটোভ্যানের মালিক গুরুত্ব আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। নিহতের দাফন শুক্রবার সকাল ১০টায় তার পারিবারকি কবরস্থানে সম্পন্ন হবে।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন