ফেসবুকে অস্ত্রের ছবি পোস্ট করে ধুনটের সাবেক চেয়ারম্যানকে হত্যার হুমকি | Daily Chandni Bazar ফেসবুকে অস্ত্রের ছবি পোস্ট করে ধুনটের সাবেক চেয়ারম্যানকে হত্যার হুমকি | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২৩ ২২:০৭
ফেসবুকে অস্ত্রের ছবি পোস্ট করে ধুনটের সাবেক চেয়ারম্যানকে হত্যার হুমকি
ধুনট (বগুড়া) প্রতিনিধি

ফেসবুকে অস্ত্রের ছবি পোস্ট করে ধুনটের 
সাবেক চেয়ারম্যানকে হত্যার হুমকি

বগুড়ার ধুনট উপজেলা থেকে প্রকাশিত একটি অনলাইন নিউজ পোর্টালের ফেসবুক পেইজে শেয়ার করা একটি ভিডিও পোস্টের তিনটি কমেন্টে অস্ত্রের ছবি দেখিয়ে এক সাবেক ইউপি চেয়ারম্যানকে হত্যার হুমকি দেয়া হয়েছে। শুক্রবার রাতে নাজিবুল্লাহ ফয়সাল নামে এক যুবক তার ফেসবুক আইডি থেকে বিভিন্ন অস্ত্রের ছবিসহ ওই সাবেক সাবেক চেয়ারম্যানের নাম উল্লেখ করে হুমকি দেন।

নাজিবুল্লাহ ফয়সাল ফেসবুক কমেন্টে লেখেন ‘আমরা ধুনট আসিতেছি বিলচাপড়ীর সাঈদ চেয়ারম্যানকে সাবধান করে দেন, ন্যায্য না পেলে এলাঙ্গী শ^শ্মানঘাট বানিয়ে দেবো!’

এদিকে ফেসবুকে প্রকাশ্যে অস্ত্রের ছবি দিয়ে একজন প্রবীন সাবেক চেয়ারম্যানকে হুমকি দেয়ার ঘটনায় সমাজিক যোগাযোগ মাধ্যম সহ এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃস্টি হয়েছে। 

তবে এবিষয়ে ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাঈদ হোসেনের (৭৫) সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে তার এক আত্মীয় জানান, জমিজমা নিয়ে যদি কোন বিরোধ থাকে তাহলে আইনের মাধ্যমে অথবা সামাজিকভাবে বিষয়টি সমাধান করা যেতো। কিন্তু স্থানীয় কিছু সন্ত্রাসীরা দীর্ঘদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন ভাবেই হুমকি দিয়ে চাঁদা দাবি করে আসছে। এবিষয়ে দ্রুত আইনের আশ্রয় নেয়া হবে।

ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এমএ তারেক হেলাল বলেন, সাঈদ চেয়ারম্যান একজন বয়স্ক মানুষ। তার সঙ্গে এমন কি শত্রুতা থাকতে পারে। যার জন্য অস্ত্র দেখিয়ে এলাঙ্গীকে শ^শ্মানঘাট বানানোর হুমকি দেয়া হয়েছে। তাই এবিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তদন্ত করে হুমকিদাতাদের দ্রুত গ্রেপ্তার করবেন বলে আশা করছি।

এবিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম বলেন, ফেসবুকে অস্ত্রের ছবি দেখিয়ে হুমকির বিষয়টি নিয়ে এখনও কেউ অভিযোগ করেনি। তারপরও বিষয়টি খতিয়ে দেখা হবে। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন