নতুন ধান্যে হবে নবান্ন-কবির এ অকাট্য বাক্যের ধারাবাহিকতায় দুপচাঁচিয়ায় সনাতন ধর্মালম্বীরা নবান্ন উৎসব পালন করেছেন। এ উৎসবকে ঘিরে তাঁরা নানা আচার অনুষ্ঠান পালন করেন। এ উপলক্ষে তারা সাধ্যমত সবজি সহ বড় বড় মাছ কিনে থাকেন। আর এ নবান্ন উপলক্ষে দুপচাঁচিয়ায় গতকাল শনিবার বিশাল মাছের মেলা বসেছিল। নবান্নের আগেরদিন সিও অফিস বাসস্ট্যান্ড মাছ বাজার এলাকায় অন্যান্য উপজেলা ও জেলা হতে মৎস্যচাষী ও মৎস্য ব্যবসায়ীরা মাছ মেলায় রাত ৯টা হতে মাছ নিয়ে আসেন। রাত হতে পরদিন নবান্নের দিন শনিবার দুপুর পর্যন্ত চলে এ মাছ কেনা-বেচা। এবার এ মাছের মেলায় গত বারের চেয়ে বেশি মাছ উঠেছিল। বেচা-কেনাও ছিল প্রচুর।
কথা হয় মাছ মেলায় মাছ কিনতে আসা দুপচাঁচিয়া পৌর এলাকার শহরতলার সমরেশ চন্দ্রের সঙ্গে। তিনি ৫কেজি ওজনের একটি কাতলা মাছ কিনেছেন ৪৬০টাকা কেজি দরে। তিনি বলেন, এবার নবান্নের মাছ বাজারে প্রচুর মাছ উঠেছিল। বাজারে দামও ছিল তুলনামূলক কম। কথা হয় আরেক ক্রেতা পৌর এলাকার মাষ্টারপাড়ার গোলাম মুক্তাদির সবুজের সঙ্গে। তিনি জানান, বাজারে মাছ দেখতে এসে পছন্দ হওয়ায় ও দামে তুলনামূলক কম পাওয়ায় ৫কেজি ওজনের একটি ব্রিগেড মাছ ৩৪০টাকা কেজি দরে কিনেছি।
এব্যাপারে কথা হয় দুপচাঁচিয়া সিও অফিস বাসস্ট্যান্ড মৎস্য ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক ও বিসমিল্লাহ মৎস্য আড়ৎ এর পরিচালক রতন মন্ডলের সাথে। তিনি জানান, এ মাছ বাজারে ৫টি মাছের আড়ৎ রয়েছে। প্রায় ৪বছর ধরে নবান্ন উপলক্ষে এ বাজারে বিশাল মাছের মেলা বসে। পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা হতে রুই-কাতলা-চিতল সহ বিভিন্ন জাতের বড় বড় মাছ এ মাছ বাজারে উঠে।
সমিতির সাধারণ সম্পাদক ও আলম মৎস্য আড়ৎ এর পরিচালক আবু বক্কর সিদ্দিক আলম বলেন, এবার নবান্ন উপলক্ষে এ মাছের মেলায় প্রায় ৩হতে ৪কোটি টাকার মাছ বেচা-কেনা হয়েছে। অন্যান্য বারের চেয়ে এবার মাছের আমদানী প্রচুর হওয়ায় তুলনামূলক দাম কম। এতে করে বেচা-কেনা হয়েছে প্রচুর। এ মাছের মেলায় ২২কেজি ওজনের ব্রিগেড মাছ ৯’শ টাকা কেজি দরে হাক-ডাক করতে দেখা গেছে।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন