নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার অধিদপ্তর। শনিবার দুপুরে অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন নওগাঁ ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক রুবেল আহমেদ।
তিনি জানান, এদিন রাণীনগর উপজেলার বিভিন্ন এলাকায় বাজার তদারকি এবং অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় উপজেলার বেতগাড়ি বাজারে বেতগাড়ি হোটেল মালিককে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন এবং প্রক্রিয়াকরণের অপরাধে ৬ হাজার জরিমানা করা হয়েছে। এরপর উপজেলা সদরের ভাই ভাই বেকারিতে অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন এবং প্রক্রিয়াকরণের দায়ে বেকারির মালিককে ১ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।
এ সময় রাণীনগর থানার পুলিশের একটি চৌকষ টিম ও জেলা ভোক্তা অধিকার অধিদপ্তরের অন্যরা উপস্থিত ছিলেন।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন