নামুজা-দুপচাঁচিয়া সড়কে দুর্ঘটনায় একজন নিহত | Daily Chandni Bazar নামুজা-দুপচাঁচিয়া সড়কে দুর্ঘটনায় একজন নিহত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২৩ ২২:২৪
নামুজা-দুপচাঁচিয়া সড়কে দুর্ঘটনায় একজন নিহত
নামুজা (বগুড়া) প্রতিনিধিঃ

নামুজা-দুপচাঁচিয়া সড়কে
দুর্ঘটনায় একজন নিহত

বগুড়ার নামুজা-দুপচাঁচিয়া সড়কে দুর্ঘটনায় একজন অটো ভ্যান চালক নিহত ও মোটরসাইকেল আরোহী ২জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। জানা যায়, রবিবার সকাল ৯টায় নামুজা-দুপচাঁচিয়া সড়কের পাইকড় ইউপির বারাদিঘী নামকস্থানে ব্যাটারি চালিত অটো ভ্যান ও মোটরসাইকেল আরোহীদের মধ্যে মুখোমুখি সংঘর্ষে অটো ভ্যান চালক মেহের আলী (৫৫) গুরুত্বর আহত হয়। চিকিৎসার জন্য কাহালু নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত মেহের আলী কাহালু উপজেলার পাইকড় ইউপির আড়োলা গ্রামের মৃত সবের আলীর পুত্র। অপরদিকে মোটরসাইকেল আরোহীরা নামুজা বামনপাড়া গ্রামের হবিবরের পুত্র রায়হান আলী ও একই গ্রামের বাবুল আলীর পুত্র ইমরান আলী।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন