ধুনটে বিএনপির সমাবেশ থেকে ফেরার পথে দুই নেতাকে পিটিয়ে আহত | Daily Chandni Bazar ধুনটে বিএনপির সমাবেশ থেকে ফেরার পথে দুই নেতাকে পিটিয়ে আহত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২৩ ২২:২৮
ধুনটে বিএনপির সমাবেশ থেকে ফেরার পথে দুই নেতাকে পিটিয়ে আহত
ধুনট (বগুড়া) প্রতিনিধি

  ধুনটে বিএনপির সমাবেশ থেকে ফেরার
পথে দুই নেতাকে পিটিয়ে আহত

বগুড়ার ধুনট উপজেলার নিমগাছী ইউনিয়নের সোনাহাটা বাজারে অনুষ্ঠিত বিএনপির সমাবেশ থেকে ফেরার পথে দুই বিএনপি নেতাকে পিটিয়ে আহত করেছে আওয়ামীলীগের নেতাকর্মীরা। রবিবার সকাল সাড়ে ৯টার দিকে নলডাঙ্গা বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

আহতরা হলো- ধুনট উপজেলা বিএনপির সদস্য চালাপাড়া গ্রামের আমিনুল ইসলাম ও চৌকিবাড়ি ইউনিয়ন বিএনপির সদস্য বাবলু মিয়া। 

জানাগেছে, ররিবার সকালে অবরোধের সমর্থনে ধুনট উপজেলার নিমগাছী ইউনিয়নের সোনাহাটা বাজারে বিক্ষোভ সমাবেশ করে উপজেলা বিএনপি। সমবেশ শেষে বিএনপির নেতাকর্মীরা মোটরসাইলযোগে বাড়ি ফিরছিলেন। অপরদিকে অবরোধের বিরুদ্ধে মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে মহড়া দিচ্ছিলেন এমপি পুত্র ধুনট উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল সনি। এসময় নলডাঙ্গা বাজার এলাকায় মোটরসাইকেল আরোহী বিএনপি নেতা আমিনুল ও বাবলুকে দেখামাত্রই এমপি পুত্রের মোটরসাইকেল বহরে থাকা আওয়ামীলীগের নেতাকর্মীরা অতর্কিতভাবে হামলা চালিয়ে তাদেরকে পিটিয়ে আটক করে।     

এবিষয়ে ধুনট উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান একেএম তৌহিদুল আলম মামুন বলেন, অবৈধভাবে নির্বাচনী তফসিল ঘোষণা এবং নিরপেক্ষ সরকারের দাবিতে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে অবরোধের সমর্থনে ধুনটের সোনাহাটা বাজার এলাকায় বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। কর্মসূচি পালন শেষে বাড়ি ফেরার পথে ধুনট-সোনাহাটা সড়কের নলডাঙ্গা বাজার এলাকায় এমপি পুত্রের নেতৃত্বে আওয়ামীলীগের নেতাকর্মীরা হামলা চালিয়ে বিএনপি নেতা আমিনুল ও বাবলুকে পিটিয়ে আহত করেছে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তবে এবিষয়ে ধুনট উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল সনি বলেন, রবিবার আওয়ামীলীগ সরকারের উন্নয়ন প্রচারণামূলক মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে সোনাহাটা বাজারের দিকে যাচ্ছিলাম। তখন নলডাঙ্গা বাজার এলাকায় রাস্তায় গাড়ি ভাংচুরের সময় আওয়ামীলীগের নেতাকর্মীরা তাদেরকে প্রতিহত করেছে।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম বলেন, হরতাল-অবরোধের কোন প্রভাব এই উপজেলায় পড়েনি। এপর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন