শিবগঞ্জে নিরাপদ সবজির আউটলেট উদ্বোধন | Daily Chandni Bazar শিবগঞ্জে নিরাপদ সবজির আউটলেট উদ্বোধন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২৩ ২২:০৯
শিবগঞ্জে নিরাপদ সবজির আউটলেট উদ্বোধন
শিবগঞ্জ (বগুড়া ) প্রতিনিধি

শিবগঞ্জে নিরাপদ সবজির আউটলেট উদ্বোধন

বগুড়ার শিবগঞ্জ বরকতিয়া বাজারে বে-সরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস এর সহায়তায়  ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় নিরাপদ সবজির আউটলেটে আল- আমিন সবজি ঘর এর উদ্বোধন করা হয়েছে। 
মঙ্গলবার কৃষি অফিসারের কার্যালয়ে প্রশিক্ষণ কক্ষে এক আলোচনা সভার শেষে বরকতিয়া বাজারে এ আউটলেটের উদ্বোধন করেন শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আল মুজাহিদ সরকার। উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন টিএমএসএসের উপ-নির্বাহী পরিচালক মোঃ সোহরাব আলী খান, টিএমএসএসের পরিচালক মোঃ রেজাউল করিম, সিনিয়র সহকারি পরিচালক মোহাম্মদ আব্দুল কুদ্দুস ও প্রকল্পের ভ্যালুচেইন ফ্যাসিলিটেটর কৃষিবিদ এ.বিএম. মাহমুদুল হাছান, জোন প্রধান শাহীন মাহমুদ। বক্তারা বলেন, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহায়তা টিএমএসএস “ইকোলজিবান্ধব নিরাপদ সবজি উৎপাদন ও বাজারজাতকরণ” শীর্ষক উপ-প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পের অন্যতম লক্ষ্য হচ্ছে নিরাপদ সবজির বাজার ব্যবস্থার উন্নয়ন। এরই ধারাবাহিকতায় ‘আল-আমিন সবজি ঘর’কে নিরাপদ সবজির আউটলেটে উন্নীতকরণে সহায়তা করা হয়েছে। পরিবেশবান্ধব উপায়ে উৎপাদিত বিষমুক্ত, নিরাপদ, স্বাস্থ্যসম্মত সবজি ভোক্তা সাধারণের পৌঁছে দেওয়াই আউটলেটের উদ্দেশ্য। 
উল্লেখ্য, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহায়তায় টিএমএসসের আরএমটিপি প্রকল্পটি বগুড়া জেলার ৪টি উপজেলায় দশ হাজার কৃষক নিয়ে কাজ করছে। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন