
বগুড়ার শিবগঞ্জে বগুড়া জেলা জাতীয় পার্টির সভাপতি শরিফুল ইসলাম জিন্নাহ্ এমপির পক্ষে মনোনয়ন উত্তোলন করেন জেলা যুব সংহতির সাধারণ সম্পাদক হুসাইন শরীর সঞ্চয়।
বুধবার শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রির্টানিং কর্মকর্তা তাহমিনা আক্তারের কার্যালয় থেকে এ মনোনয়ন উত্তোলন করা হয়। এসময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার শহিদুর রহমান খন্দকার, শিবগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি এরফান আলী, সাধারণ সম্পাদক ও সৈয়দপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মুত্তালিব মোল্লা, রায়নগর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম সফি, ময়দানহাট্টা ইউপি চেয়ারম্যান আবু জাফর মন্ডল, জাপা নেতা নজরুল ইসলাম বাসু, যুব সংহিতর সভাপতি শেখ ফজলুল বারী, যুব সংহতি নেতা ছানাউল হক ছানা, উপজেলা ছাত্র সমাজের সভাপতি মোকাররম হোসেন খোকন।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন