
বগুড়ায় ‘শেরপুর উপজেলা প্রেসক্লাব’ এর কার্যনির্বাহী পরিষদের নির্বাচন গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত বিরতীহীনভাবে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। একাধিক প্রার্থী থাকায় সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ভোট গ্রহন হয়েছে এবং অন্যসকল পদে একাধিক প্রার্থী মনোনয়ন উত্তোলন না করায় প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন সাবেক সভাপতি দৈনিক স্বদেশ প্রতিদিন পত্রিকার বগুড়া জেলা প্রতিনিধি দীপক কুমার সরকার ও দৈনিক আমার সংবাদ পত্রিকার উপজেলা প্রতিনিধি লিমন হাসান। সাধারণ সম্পাদক পদে নির্বাচন করেছেন দৈনিক মানবকন্ঠ শেরপুর উপজেলা প্রতিনিধি সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল হক, দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিনিধি এ.জেড. হীরা ও দৈনিক চাঁদনী বাজার পত্রিকার প্রতিনিধি শুভ কুন্ডু। নির্বাচনে ১৯ ভোট পেয়ে দীপক কুমার সরকার সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ও ১৪ ভোট পেয়ে শুভ কুন্ডু সাধারণ সম্পাদক পদে নির্বাচত হয়েছেন। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম লিপু এই ঘোষণা দেন। এছাড়াও কার্যনির্বাহী পরিষদের সহ-সভাপতি পদে প্রতিদিনের সংবাদ পত্রিকার উপজেলা প্রতিনিধি নাহিদ হাসান রবিন, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে আনন্দ টিভি বগুড়া জেলা প্রতিনিধি বাধন কর্মকার কৃষ্ণ, সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক ভোরের পাতার উপজেলা প্রতিনিধি সৌরভ অধিকারী শুভ, অর্থ বিষয়ক সম্পাদক পদে দৈনিক খোলা কাগজের উপজেলা প্রতিনিধি বাদশা আলম, দপ্তর সম্পাদক পদে এবিসি নিউজ ডট কম এর প্রতিনিধি বিমান মৈত্রেয়, সাহিত্য, সাংস্কৃতিক ও প্রচার সম্পাদক পদে দৈনিক আজকের জনবানীর উপজেলা প্রতিনিধি ইফতেখার আলম (ফরহাদ), কার্যনির্বাহী সদস্য পদে দৈনিক আমাদের সময়ের উপজেলা প্রতিনিধি শফিকুল ইসলাম শরীফ, সময়ের কন্ঠস্বরের প্রতিনিধি সাখাওয়াত হোসেন জুম্মা, নর্থ এক্সপ্রেস স্টাফ রিপোর্টার নাজমুল হাসান নয়ন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন