গোবিন্দগঞ্জে ৪০ প্রহর ব্যাপী মহানামযজ্ঞ লীলা কীর্তন ও ভোগ মহোৎসব | Daily Chandni Bazar গোবিন্দগঞ্জে ৪০ প্রহর ব্যাপী মহানামযজ্ঞ লীলা কীর্তন ও ভোগ মহোৎসব | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২৩ ২০:৫৮
গোবিন্দগঞ্জে ৪০ প্রহর ব্যাপী মহানামযজ্ঞ লীলা কীর্তন ও ভোগ মহোৎসব
ষ্টাফ রিপোর্টার

গোবিন্দগঞ্জে ৪০ প্রহর ব্যাপী মহানামযজ্ঞ লীলা কীর্তন ও ভোগ মহোৎসব

গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভায় গোবিন্দগঞ্জ (পুরাতন বন্দর) বারোয়ারী দুর্গা ও কেন্দ্রীয় নাট মন্দির অঙ্গনে ২১ নভেম্বর (মঙ্গলবার) থেকে ২৫ নভেম্বর (শনিবার) পর্যন্ত ৪০ প্রহর ব্যাপী মহানাম যজ্ঞ, লীলা কীর্তন ও ভোগ মহোৎসব অনুষ্ঠিত হচ্ছে।
৪০ প্রহর ব্যাপী কীর্তন এর কর্মসুচী হলো ২০ নভেম্বর মঙ্গলঘট স্থাপন ও শুভ অধিবাস। ২১ থেকে ২৩ নভেম্বর মহানাম যজ্ঞ, ২৪ ও ২৫ নভেম্বর লীলারস কীর্তন, ২৬ নভেম্বর মহাপ্রভুর ভোগ এবং ২৭ নভেম্বর দধি মঙ্গল ও স্বকৃপায় মহন্ত বিদায়ের মধ্য দিয়ে সমাপ্তি। মহানাম সুধামৃত পরিবেশনায় রয়েছে ঠাকুরগাঁও এর পঞ্চসখী সম্প্রদায়, বগুড়ার পুজা সম্প্রদায় ও নিত্যানন্দ সম্প্রদায়, গাইবান্ধার নিতাই গৌর সম্প্রদায়, দিনাজপুরের কৃঞ্চ কাঙ্গাল সম্প্রদায় ও স্বাগতিক ব্রজ গোপাল সম্প্রদায়। লীলারস কীর্তন পরিবেশনায় সাতক্ষীরা ভক্ত হরিদাস (ছোট) ও শ্রী রাজীব বিশ্বাস, বগুড়ার শ্রীমতি নমিতা রানী নুপুর দেবনাথ ও গাইবান্ধার শ্রী মনোরঞ্জন মোহন্ত।
গোবিন্দগঞ্জ (পুরাতন বন্দর) বারোয়ারী দুর্গা ও কেন্দ্রীয় নাট মন্দিরের সভাপতি গোবিন্দগঞ্জ সাহার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিতু সরকারের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শৈলেন্দ্র মোহন রায় স্বপন, বীর মুক্তিযোদ্ধা শ্যামলেন্দু মোহন রায় জিবু, সাধারণ সম্পাদক আশীষ কুমার দাস রন্টু, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তনয় দেব, সাধারণ সম্পাদক রিমন তালুকদার, মানিক সাহাসহ হিন্দু সম্প্রদায়ের হাজার হাজার ভক্তবৃন্দ।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন