রামেক হাসপাতালে ৪ ডেঙ্গু রোগীর মৃত্যু | Daily Chandni Bazar রামেক হাসপাতালে ৪ ডেঙ্গু রোগীর মৃত্যু | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২৩ ২১:০৫
রামেক হাসপাতালে ৪ ডেঙ্গু রোগীর মৃত্যু
রাজশাহী প্রতিনিধি

রামেক হাসপাতালে ৪ ডেঙ্গু রোগীর মৃত্যু

ডেঙ্গু আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে রামেক হাসপাতালে চলতি ডেঙ্গু মৌসুমে মোট ৩৪ জন রোগীর মৃত্যু হলো। বর্তমানে আরও ১২৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে রামেক হাসপাতালে ভর্তি আছেন।

শুক্রবার (২৪ নভেম্বর) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফএমএ শামীম আহাম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন।

রামেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে নিহত চারজন হলেন- নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার আজগর আলীর ছেলে রবিউল ইসলাম (৪২), নওগাঁ জেলার আত্রাই উপজেলার মো. সাকিমের ছেলে মো. ফারুক (৪৩), রাজশাহীর বাঘা উপজেলার জিল্লুর রহমানের ছেলে আরাফাত রহমান (১৪) ও রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানা এলাকার পুলক কুমার চক্রবর্তী (৭০)।

রামেক হাসপাতাল পরিচালক জানান, ডেঙ্গু পজিটিভ রোগীদের মধ্যে কেবল রবিউল ইসলামের ভারত ভ্রমণের ইতিহাস ছিল।

এছাড়া বাকি তিনজনই নিজ নিজ জেলায় ডেঙ্গু পজিটিভ হয়েছেন।

তিনি আরও জানান, এ নিয়ে হাসপাতালে চলতি ডেঙ্গু মৌসুমে মোট ৩৪ জনের মৃত্যু হলো।

বর্তমানে হাসপাতালে আরও ১২৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ৩৮ জন। আর এখন পর্যন্ত রামেক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন- পাঁচ হাজার ১৭ জন। এর মধ্যে চার হাজার ৮৫৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন