
বগুড়া সদরের নামুজা ভান্ডারী পাড়া গ্রামে ঘরের তালার উপর পাতিল থেকে ৬ ভরি স্বর্ণালস্কার ও ২৫ হাজার টাকা চুরি হওয়ার খবর পাওয়া গেছে।
জানা যায়, নামুজা ইউনিয়নের ভান্ডারী পাড়া গ্রামের মৃত মোকেম আলীর পুত্র হাফিজার রহমানের নিজ বাড়ীর এক তলা মাটির ঘরের তালার উপর সিলভরের পাতিলে রাখা তার স্ত্রী ও দুই মেয়ের ৬ ভরি স্বর্ণালস্কার এবং ২৫ হাজার টাকা চুরি হয়েছে।
মঙ্গলবার হাফিজার রহমান জানায়, প্রায় দুই মাস পূর্বে তার স্ত্রী নিরাপত্তার জন্য রেখেছে। তিনি আরোও জানায়, এর মধ্যে লেবার দিয়ে টিনের ছাউনি ও মাটির তলা সংস্কার করেছে। এ ঘটনায় সংবাদ লেখা পর্যন্ত থানায় সাধারণ ডায়োরী করার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন