গাবতলীতে একই পরিবারের ৪জনকে জখম | Daily Chandni Bazar গাবতলীতে একই পরিবারের ৪জনকে জখম | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২৩ ২২:৩৮
গাবতলীতে একই পরিবারের ৪জনকে জখম
জমির বিরোধের জের ধরে
গাবতলী (বগুড়া) প্রতিনিধি :

গাবতলীতে একই 
পরিবারের ৪জনকে
জখম

বগুড়ার গাবতলীতে জমিজমার বিরোধের জের ধরে একই পরিবারের ৪জনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। 
জানা গেছে, গাবতলী উপজেলার দূর্গাহাটা গ্রামের নজরুল ইসলামের ছেলে শাহিন আলমের (২৬) সাথে একই গ্রামের কতিপয় ব্যক্তির সাথে দীর্ঘদিন আগে থেকে জমিজমা নিয়ে বিরোধ ছিল। এরই জের ধরে গত ২৭নভেম্বর বেলা ১১টায় ওই প্রতিপক্ষরা পরিকল্পিতভাবে বিভিন্ন ধারালো অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে শাহিন আলমের বসতবাড়ীতে হামলা চালায়। হামলাকারীরা এ সময় শাহিন আলম ও তার বাবা নজরুল ইসলাম (৫৫), ছোটভাই আয়েন উদ্দিন (২২) এবং মা সাহেরা বেগম (৫০)কে এলোপাতারিভাবে মারপিট করে রক্তাক্ত জখম করে। এরপর তারা বসতঘরের বিছানার নিচ থেকে ও দোকানঘর ভাঙচুর করে প্রায় ৪লাখ টাকা লুট করে। ট্রিপল লাইনে ফোন পেয়ে থানার এস.আই ত্রিদিপসহ সঙ্গীয় ফোর্স সঙ্গে সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে  শাহিন আলম বাদী হয়ে ২৭নভেম্বরে ১০জনের নাম উল্লেখ করে এবং ৫/৬জনকে অজ্ঞাত বলে থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন। এ ব্যাপারে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা এস.আই ত্রিদিপ গতকাল স্থানীয় সাংবাদিকদের বলেন, এ সংক্রান্ত ১টি লিখিত অভিযোগ হাতে পেয়েছি। আহতরা চিকিৎসাধীন রয়েছেন। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন