১৫ স্কুলে বোমা হামলার হুমকি, বেঙ্গালুরুতে আতঙ্ক | Daily Chandni Bazar ১৫ স্কুলে বোমা হামলার হুমকি, বেঙ্গালুরুতে আতঙ্ক | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১ ডিসেম্বর, ২০২৩ ১৪:৩৩
১৫ স্কুলে বোমা হামলার হুমকি, বেঙ্গালুরুতে আতঙ্ক
অনলাইন ডেস্ক

১৫ স্কুলে বোমা হামলার হুমকি, বেঙ্গালুরুতে আতঙ্ক

ভারতের বেঙ্গালুরু শহরজুড়ে ১৫টিরও বেশি স্কুলে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। শুক্রবার (১ ডিসেম্বর) সকালে ই-মেইলে এই হুমকি দেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ই-মেইলে দাবি করা হয়েছে, স্কুল চত্বরে বিস্ফোরক রাখা আছে। এই ই-মেইল পাওয়ার পরই ছাত্রছাত্রী, অভিভাবক এবং স্কুল কর্তৃপক্ষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। সঙ্গে সঙ্গে খালি করে দেওয়া হয় স্কুলগুলো। পুলিশে খবর দেওয়া হয়। আপাতত বিভিন্ন স্কুলে স্কুলে গিয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ। তবে এখন পর্যন্ত কোনো স্কুলে বিস্ফোরক বা সন্দেহজনক কোনো বস্তু পাওয়া যায়নি।

জানা গেছে, প্রথমে বাসেশ্বর নগরের নেপেল ও বিদ্যাশিল্পসহ মোট সাতটি স্কুলে এই হুমকি ই-মেইল দেওয়া হয়। এই স্কুলগুলোর মধ্যে একটি আবার কর্ণাটকের উপ-মুখ্যমন্ত্রী ডিকে শিবকুমারের বাসভবনের ঠিক বিপরীতেই অবস্থিত। এর কিছুক্ষণ পর, আরও কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান ই-মেলের মাধ্যমে একই ধরনের হুমকি আসে।

বেঙ্গালুরু পুলিশ সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সবকটি স্কুল থেকে ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা এবং কর্মীদের সরিয়ে দিয়েছে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, কেউ মজা করে এই হুমকি ই-মেইল করেছে। তবে বোমা নিষ্ক্রিয়কারী বাহিনীকে নিয়ে এসে প্রতিটি স্কুল প্রাঙ্গণে ব্যাপকভাবে তল্লাশি চালানো হচ্ছে।

গত বছরও বেঙ্গালুরুর বেশ কয়েকটি স্কুলে একই ধরণের হুমকি ই-মেইল এসেছিল। কিন্তু সেগুলোর সবকটিই পরে ভুয়া হুমকি বলে প্রমাণিত হয়েছিল। এই ক্ষেত্রেও সেই রকমই কিছু ঘটেছে বলে মনে করছে পুলিশ। তবে বেঙ্গালুরুর পুলিশ কমিশনার বি দয়ানন্দ জানিয়েছেন, বেঙ্গালুরু পুলিশের সন্ত্রাস দমন শাখার অসংখ্য কর্মী, হুমকি পাওয়া স্কুলগুলোর প্রাঙ্গণ স্ক্যান করছে। এখনও পর্যন্ত অস্বাভাবিক কিছুই পাওয়া যায়নি।

সংবাদমাধ্যম এএনআই-কে, কর্নাটকের স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বর বলেছেন, আমরা এখন পর্যন্ত ১৫টি স্কুল থেকে এই ই-মেইল পাওয়ার খবর পেয়েছি। গত বছরও একই রকমের হুমকি দেওয়া হয়েছিল। কিন্তু ঝুঁকি নেওয়া যায় না। যে বা যারা এই হুমকি দিয়েছে, আমরা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবো। আমরা সব দিক খতিয়ে দেখছি।

সূত্র: এনডিটিভি

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন