সাগরে নিম্নচাপ, আগামী সপ্তাহে বৃষ্টির আভাস | Daily Chandni Bazar সাগরে নিম্নচাপ, আগামী সপ্তাহে বৃষ্টির আভাস | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১ ডিসেম্বর, ২০২৩ ১৪:৪৩
সাগরে নিম্নচাপ, আগামী সপ্তাহে বৃষ্টির আভাস
অনলাইন ডেস্ক

সাগরে নিম্নচাপ, আগামী সপ্তাহে বৃষ্টির আভাস

বঙ্গোপসাগরের সৃষ্ট লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপের পর আরও শক্তিশালী হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরও ঘনীভূত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া দপ্তর।

এর প্রভাবে আগামী সপ্তাহের শেষের দিকে দেশে বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা।

আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে একই এলাকায় নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরও পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে।

ভারতীয় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, নিম্নচাপটি শনিবারের মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। রোববার এটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এরপর সোমবার এটি উত্তর-পূর্ব দিকে এগিয়ে ভারতের দক্ষিণ অন্ধপ্রদেশ এবং সংলগ্ন উত্তর তামিলনাড়ু উপকূল অতিক্রম করতে পারে।

শুক্রবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে আবুল কালাম মল্লিক জানান, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দেশের উত্তরাঞ্চল ও নদী-অববাহিকার কোথাও কোথাও শেষরাত থেকে সকাল পর্যন্ত হালকা কুয়াশা পড়তে পারে। এ সময়ে সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শনি ও রোববারও আবহাওয়া পরিস্থিতি এক রকম থাকতে পারে জানিয়ে তিনি বলেন, পরবর্তী সময়ে পাঁচ দিনে সারাদেশে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

শুক্রবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস ছিল ভোলায়।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন