বগুড়া সদরের নামুজায় পুলিশের সরকারি কাজে বাধা ১৮ জনের বিরুদ্ধ থানায় মামলা দায়ের ৩ জনকে আটক করার খবর পাওয়া গেছে। জানা যায়, সোমবার বিকালে বগুড়া সদর থানা পুলিশ বিশেষ অভিযানে নামুজা বাজারে বিস্ফোরণ উপাদানবলী মামলার আসাসি নামুজা ঠাকুরপাড়া গ্রামের খোকার পুত্র রাসেল আলীকে আটক করে। এ সময় বেআইনী জনতার দলবন্ধ হইয়া জোর পূর্বক পুলিশের কাছে থেকে আটককৃত আসামি রাসেল আলীকে ছিনিয়ে নেয় ও পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করে। এ ঘটনায় বগুড়া সদর থানায় অফিযানে থাকা এসআই বেদার উদ্দিন বাদী হয়ে ১৮ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত নামা ১০/১৫ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আরিফুর রহমান। তবে এ সংবাদ লেখা পর্যন্ত পুলিশ ছিনিয়ে নেওয়া বিস্ফোরণ উপাদানবলী মামলার আসামি রাসেল আলীকে আটক করতে পারেনি। পুলিশের সরকারি কাজে বাধা মামলার তিন আসামিকে পুলিশ আটক করেছে। আটককৃতরা হলো নামুজা ঠাকুরপাড়া গ্রামের হবিবর রহমানের পুত্র বজলুর রহমান ওরফে বাটকু ও একই গ্রামের আজিজ রহমানের পুত্র আইয়ুব আলী এবং মোজাফফর হোসেনের পুত্র মোকাব্বার হেসেন-কে পুলিশ আটক করে আদালতে প্রেরণ করেন।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন