বগুড়ার পল্লীতে নকল আলু বীজ দিয়ে প্রতারণা ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রান্তিক কৃষক | Daily Chandni Bazar বগুড়ার পল্লীতে নকল আলু বীজ দিয়ে প্রতারণা ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রান্তিক কৃষক | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৭ ডিসেম্বর, ২০২৩ ০০:৩৫
বগুড়ার পল্লীতে নকল আলু বীজ দিয়ে প্রতারণা ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রান্তিক কৃষক
নামুজা (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার পল্লীতে নকল আলু বীজ দিয়ে
প্রতারণা ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রান্তিক কৃষক

বগুড়ার পল্লীতে নকল আলু বীজ দিয়ে প্রতারণা ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রান্তিক কৃষক। অনুসন্ধানে জানা যায়, শিবগঞ্জ উপজেলার মাঝিহট্ট ইউপির ছাতুয়া গ্রামের বুধর পুত্র আলু ব্যবসায়ী জাহিদুল ইসলামের নিকট থেকে একই গ্রামের হবিবর রহমানের পুত্র কৃষক বেলাল বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিপি) বীজ আলু ক্রয় করে জমিতে চাষ করেন।
এত দিনে ওই আলুর বীজ মাটির নিচে পঁচে গেছে ও আগাছা মরে যাচ্ছে। এ ঘটনায় কৃষক বেলাল ক্রয় কৃত আলু বীজের খালি বস্তা (বিএডিপি) নিযুক্ত কয়েকটি ডিলারকে দেখায় ডিলারেরা ধারণা করেন নকল আলু বীজের কারণে এটা হচ্ছে। অপরদিকে একই গ্রামের মকবুলের পুত্র কৃষক ফজলুলু প্রতারণার স্বীকার হয়েছে।
এ ব্যাপারে বুধবার আল ব্যাবসায়ী জাহিদুল ইসলামের নিকট জানতে চাইলে তিনি জানান, আজম নামে এক আলু ব্যবসায়ীর নিকট থেকে নিয়েছে। এ সংবাদ লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে। সবমিলিয়ে কৃষকের ফসলে ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান সচেতন মহল। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন