নওগাঁর মহাদেবপুরে চাঞ্চল্যকর চাতাল শ্রমিক লাইলী বেগমকে জবাই করে হত্যা মামলায় পুলিশ ঘাতক স্বামীকে গ্রেপ্তার করেছে।সে জেলার মান্দা উপজেলার পার এনায়েতপুর গ্রামের মৃত ছমির উদ্দিন মন্ডলের ছেলে।গত ৬ ডিসেম্বর বুধবার দিবাগত রাতে থানা পুলিশ তাকে নওগাঁ শহর থেকে গ্রেফতার করে।গতকাল ৭ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে থানা পুলিশের দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হকের নির্দেশে মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পালের নেতৃত্বে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন, মামলার তদন্তকারি কর্মকর্তা এসআই জিয়াউর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ঘাতক স্বামী আমজাদ হোসেনকে (৫০) গ্রেফতার করে।পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পারিবারিক কলহের জের ধরে গত ৩ ডিসেম্বর পূর্বরাত ২টায় চাতালের ঘরে আমজাদ হোসেন তার ঘুমন্ত স্ত্রীকে ধারালো বটি দিয়ে জবাই করে হত্যা করে পালিয়ে যান বলে স্বীকার করেছেন।পুলিশ জানায়, মান্দা উপজেলার শিয়াটা গ্রামের মৃত মজিবর রহমানের মেয়ে লাইলী বেগম ও তার স্বামী আমজাদ হোসেন উপজেলার ভীমপুর ইউনিয়নের চকগৌরী বাগাচারা গ্রামের আব্দুর রহমানের ভাড়া নেয়া বয়লার চাতালের শ্রমিক ছিল।স্বামী-স্ত্রী দুজনেই ওই বয়লার চাতালের ঘরে বসবাস করতো।গত ৩ ডিসেম্বর দুপুরে সেই ঘর থেকে থানা পুলিশ লাইলী বেগমের জবাই করা মরদেহ উদ্ধার করে।এব্যাপারে নিহতের ভাই আব্দুস সামাদ প্রাং বাদি হয়ে মহাদেবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন