এবার ‘ডিপফেক’ ভিডিওর শিকার রতন টাটা | Daily Chandni Bazar এবার ‘ডিপফেক’ ভিডিওর শিকার রতন টাটা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৮ ডিসেম্বর, ২০২৩ ১৫:৩৭
এবার ‘ডিপফেক’ ভিডিওর শিকার রতন টাটা
অনলাইন ডেস্ক

এবার ‘ডিপফেক’ ভিডিওর শিকার রতন টাটা

সম্প্রতি ডিপফেক ভিডিওর শিকার হয়েছেন বলিউড তারকা আলিয়া ভাট, রাশ্মিকা মান্দানরা, ক্যাটরিনা কাইফ ও প্রিয়াঙ্কা চোপড়া। এমনকি, ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও নতুন এই প্রযুক্তির পাল্লায় পড়েছেন। এবার এই তালিকায় যুক্ত হলো টাটা গ্রুপের কর্ণধার রতন টাটা।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে জানা গেছে, সম্প্রতি ‘ডিপফেক’ এর শিকার হয়েছেন এই শিল্পপতি। তার ভুয়া ভিডিও তৈরি করে নেটদুনিয়ায় ছড়িয়ে দেওয়া হয়েছে। তাতে লোভনীয় প্রস্তাবও দেওয়া হয়েছে। যা আদতে মানুষ ঠকানোর কারবার।

পরে রতন টাটা নিজেই সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়ে সবাইকে সচেতন ও সতর্ক করেন। প্রতারণার ফাঁদে পা দিতে বারণ করেন তিনি।

বুধবার (৬ ডিসেম্বর) নিজের স্ট্যাটাসে একটি ভিডিও শেয়ার করে ওই প্রতারণার বিষয়টি তুলে ধরেন রতন টাটা। ভিডিওটিতে দেখা যায়, টাটারই একটি সাক্ষাৎকার। সেখানে তিনি একটি বিশেষ বিনিয়োগের কথা বলেন। তাতে বিনিয়োগ করলে নাকি লাভ নিশ্চিত।

১০০ শতাংশ নিশ্চয়তা দেওয়া হয়েছে ওই ভিডিওতে। বলা হয়েছে, এই পদ্ধতি সম্পূর্ণ ঝুঁকিহীন। এই পদ্ধতি অবলম্বন করে বেশ কয়েকজন টাকা উপার্জন করেছেন, সেই নজিরও দেখানো হয়েছে। ইনস্টাগ্রামে ভিডিওটি পোস্ট করেছিলেন সোনা আগরওয়াল নামে এক ব্যবহারকারী।

ভিডিওটি শেয়ার করে টাটা নিজেই জানিয়েছেন, সেটি ভুয়া। তার মুখ বসিয়ে ভিডিওটি তৈরি করা হয়েছে। বিশ্বাসযোগ্যতা বাড়াতেই তাকে ‘ব্যবহার’ করে ওই ভিডিও বানানো হয়েছে বলে দাবি করেন তিনি।

এভাবে ভারতে দিন দিন উদ্বেগ বাড়াচ্ছে ‘ডিপফেক’ ভিডিও। যে কোনো সময়ে যে কেউ এই ছলনার শিকার হতে পারেন। সে কারণে ইন্টারনেট এবং সমাজমাধ্যমের নিরাপত্তা নিয়ে বারবারই প্রশ্ন উঠছে।

সূত্র: এনডিটিভি

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন