পাইকড়ে আলুর ক্ষেত নষ্ট করে জমি জবরদখল! | Daily Chandni Bazar পাইকড়ে আলুর ক্ষেত নষ্ট করে জমি জবরদখল! | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৩ ডিসেম্বর, ২০২৩ ২২:১৯
পাইকড়ে আলুর ক্ষেত নষ্ট করে জমি জবরদখল!
নামুজা (বগুড়া) প্রতিনিধিঃ

পাইকড়ে আলুর ক্ষেত
নষ্ট করে জমি জবরদখল!

বগুড়ার কাহালু উপজেলার পাইকড় ইউপির ভূগোইল কালিতলা মাঠে আলুর ক্ষেত নষ্ট করে জমি জবরদখল করার অভিযোগ পাওয়া গেছে।
গতকাল বুধবার পাইকড় ইউপির ভূগোইল মধ্যে পাড়া গ্রামের মৃত কারী ছালামত উল্লোহর পুত্র রফিকুল ইসলাম সংবাদ কর্মীদের জানান, তার ক্রয় করা নামজারি নিজস্ব জমি ভূগোইল মৌজা জেএল নং-১৭। চলতি মৌসমে  আলু রোপন করেছেন। উক্ত জমিতে পাশ্ববর্তী চকভূগোইল গ্রামের সাইদুল রহমানের নেতৃত্বে বেশকিছু লোকজন দলবদ্ধ হয়ে গত মঙ্গলবার দুপুরে আলুর ক্ষেত নষ্ট করে ও জমি জবরদখল করে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত রফিকুল ইসলাম বাদী হয়ে পাইকড় ইউনিয়ন পরিষদে একটি অভিযোগ করেছেন বলে জানা গেছে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন