
বগুড়ার-০৪ আসনের স্বতন্ত্র প্রার্থী ড. জিয়াউল হক মোল্লার উপর অতর্কিত হামলা হওয়ার পরেও থেমে নেই গণসংযোগ। বুধবার (১৩ডিসেম্বর) বেলা ১১টা থেকে শুরু করে বিকেল ৫টা প্রর্যন্ত নন্দীগ্রাম উপজেলার কুন্দারহাট,চাকলমা বাজার,বর্ষন সহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেন এবং জনসাধারণের মাঝে ভোটের শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন নন্দীগ্রাম উপজেলা বিএনপির সাবেক সভাপতি একে আজাদ, সাবেক বিএনপি নেতা ওসমান গনি মাসুদ প্রমুখ। গণসংযোগকালে স্বতন্ত্র প্রার্থী ড. জিয়াউল হক মোল্লা বলেন, বগুড়া-০৪ আসন থেকে আমি টানা চারবার সংসদ নির্বাচিত এমপি ছিলাম। নন্দীগ্রাম-কাহালুর মাটিতে আমার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। প্রতিদিনই নন্দীগ্রাম ও কাহালুতে গিয়ে এলাকা ভিত্তিক গণসংযোগ করছি এবং অসহায় অবহেলিত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সার্বিক খোঁজ খবর নিচ্ছি তারা এখনো আমার সাথে রয়েছে আশা করছি আগামীতে ভালো কিছু হবে। গণসংযোগ করাকালে সাধারণ মানুষের নিকট ভোট প্রার্থনা করেন স্বতন্ত্র প্রার্থী ড. জিয়াউল হক মোল্লা।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন