
নওগাঁর মান্দায় ইটের স্তুপ ও দেয়াল তুলে বন্ধ করে দেওয়া হয়েছে একটি দোকানঘর। এতে দোকানঘরের ভেতরে আটকা পড়েছে ৬ থেকে ৭ লাখ টাকার ইলেকট্রনিক্সের পণ্য। এ ঘটনার প্রতিবাদ করায় তিনতলার ওপর থেকে ব্যবসায়ীদের ওপর ইট-পাটকেল ও মরিচের গুড়া নিক্ষেপ করেন মার্কেটমালিক এসএম আবেদ আলী।
মার্কেটমালিকের ছোড়া ইটের আঘাতে শিলন (৩০) নামের এক পথচারি আহত হন। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। আজ বুধবার বেলা ১২টার দিকে উপজেলা সদর প্রসাদপুর বাজারের এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
দোকান মালিক আব্দুস সালাম বলেন, ‘প্রসাদপুর বাজারে কৃষি ব্যাংকের নিচতলায় একটি দোকানঘর আবেদ আলীর কাছ থেকে ভাড়া নিয়ে ২০১৩ সালে ইলেকট্রনিক্স ব্যবসা শুরু করি। এজন্য মার্কেট মালিককে ৩ লাখ টাকা জামানত দিতে হয়েছে। ব্যবসা ভাল না হওয়ায় ২০১৫ সালের শুরুতে দোকানঘরটি ছেড়ে দেওয়ার বিষয়ে মালিককে জানাই। কিন্তু মার্কেট মালিক আমার কথায় কর্ণপাত না করে জামানত ফেরত দিতে টালবাহানা শুরু করে।’
ভুক্তভোগী ব্যবসায়ী আব্দুস সালাম আরও বলেন, ‘বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার বৈঠক হলেও তা নিষ্পত্তি হয়নি। এ অবস্থায় ভাড়া না দেওয়ার অভিযোগ এনে মার্কেট মালিক আমার বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় আদালত আমার পক্ষে দুইবার রায় দিয়েছে। এরপর মার্কেট মালিক আবেদ আলী হাইকোর্টে রিভিউ করেন। বর্তমানে মামলাটি বিচারাধীন আছে।’
ভুক্তভোগী আব্দুস সালাম অভিযোগ করে বলেন, ‘হঠাৎ করে গত ৯ নভেম্বর গভীররাতে আমার দোকানঘরের সামনে প্রচুর ইট এনে স্তুপ করে দোকানঘর বন্ধ করে দেন মার্কেট মালিক আবেদ আলী। এতে দোকানঘরের ভেতরে অন্তত ৭ লাখ টাকার পণ্য আটকা পড়েছে। উপায়ান্ত না থাকায় বিষয়টি নিরসনের জন্য উপজেলা বণিক সমিতিতে অভিযোগ দিয়েছি।’
উপজেলা বণিক সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আখতারুজ্জামান আল মনসুর বলেন, এনিয়ে একাধিকবার বৈঠক করা হয়েছে। কিন্তু মার্কেট মালিক আবেদ আলী একগুয়েমির জন্য সেটি নিষ্পত্তি করা সম্ভব হয়নি। বণিক সমিতির নেতৃবৃন্দ আজ বুধবার বেলা ১২টার দিকে এ বিষয়ে কথা বলতে গেলে মার্কেট মালিক ইট-পাটকেল ও মরিচের গুড় নিক্ষেপ করে। এতে শিলন নামে এক পথচারি আহত হন। তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে। বিষয়টি নিরসর না হলে উপজেলা সদরের ব্যবসায়ীরা কঠোর কর্মসূচি দেওয়া হবে।
এ প্রসঙ্গে জানতে চাইলে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। বিষয়টি নিরসনের জন্য ব্যবসায়ী নেতাদের নিয়ে সমঝোতা বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন