ধুনটের গোসাইবাড়ী ইউনিয়ন মহিলা আ’লীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত | Daily Chandni Bazar ধুনটের গোসাইবাড়ী ইউনিয়ন মহিলা আ’লীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৭ ডিসেম্বর, ২০২৩ ২১:৫২
ধুনটের গোসাইবাড়ী ইউনিয়ন মহিলা আ’লীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত
ধুনট (বগুড়া) প্রতিনিধি:

ধুনটের গোসাইবাড়ী ইউনিয়ন মহিলা
আ’লীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

আওয়ামীলীগ সরকারের উন্নয়নমুলক কর্মকা-ের প্রচারণার অংশ হিসেবে বগুড়ার ধুনটে মহিলা আওয়ামীলীগের কর্মী সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে গোসাইবাড়ী ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের আয়োজনে বাকশাপাড়া গ্রামে ওই সমাবেশে অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি ও বগুড়া-৫ আসনের সংসদ নির্বাচনে আ’লীগ মনোনীত প্রার্থী মজিবর রহমান মজনুর সহধর্মিনী জেলা মহিলা আ’লীগের সহ-সভাপতি শিল্পী রহমান।

প্রধান অতিথির বক্তব্যে শিল্পী রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের অধিকার ফিরিয়ে দিয়েছেন। প্রত্যেক সেক্টরে নারীদের কর্মসংস্থান হয়েছে। নারীরা নিজের পায়ে দাঁড়াতে পারছেন। তিনি বলেন, গ্রামীণ নারীদের জন্যও সরকার বিভিন্ন সুযোগ সুবিধা চালু করেছেন। নারীরা বিধবা ভাতা, স্বামী পরিত্যাক্ত ভাতা, মাতৃত্বকালীন ভাতা, বয়স্বভাতা সহ বিভিন্ন সুযোগ সুবিধা পাচ্ছেন। তাই আগামীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে নারীদের অগ্রনী ভূমিকা পালন করতে হবে।    

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ধুনট উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সুলতানা জাহান।

গোসাইবাড়ী ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের সভাপতি ইউপি সদস্য ঝর্ণা খাতুনের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন বগুড়া জেলা মহিলা আ’লীগের যুগ্ন সম্পাদক লাভলী ইয়াসমিন, ধুনট উপজেলা আ’লীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক গোসাইবাড়ী ইউপি চেয়ারম্যান মাসুদুল হক বাচ্চু, আ’লীগ নেতা আশরাফুল কবির বিপুল, ইউপি সদস্য শাহ আলম, গোসাইবাড়ী ইউনিয়ন মহিলা আ’লীগের যুগ্ন সম্পাদক ঝলকি খাতুন, নাজনীন আকতার স্বপ্না খাতুন প্রমূখ। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন