
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ৭ জানুয়ারি। এ উপলক্ষে গতকাল ১৮ডিসেম্বর সোমবার ছিল প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দের দিন। এদিন বগুড়া জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কার্যালয় হতে বগুড়া-৩(আদমদীঘি-দুপচাঁচিয়া) সংসদীয় এলাকার ১১জন বৈধ সংসদ সদস্য প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ করা হয়েছে। তাঁরা হলেন বর্তমান সংসদ সদস্য ও জাতীয় পার্টির মনোনীত প্রার্থী নুরুল ইসলাম তালুকদার(লাঙ্গল), জাসদ মনোনীত প্রার্থী আব্দুল মালেক সরকার(মশাল), বাংলাদেশ কংগ্রেস পার্টি মনোনীত তাজ উদ্দিন মন্ডল(ডাব), বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন মনোনীত রফিকুল ইসলাম(নোঙর), বাংলাদেশ সুপ্রিম পার্টি মনোনীত আফরিনা পারভীন(একতারা), তৃণমুল বিএনপি মনোনীত আব্দুল মোত্তালেব(সোনালী আঁশ), স্বতন্ত্র প্রার্থী ও আদমদীঘি উপজেলা আ’লীগের সহসভাপতি অজয় কুমার সরকার(কাঁচি), স্বতন্ত্র প্রার্থী যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক খান মুহাম্মদ সাইফুল্লাহ আল মেহেদী,(ট্রাক), স্বতন্ত্র প্রার্থী বঙ্গবন্ধু প্রজন্মলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ফেরদৌস স্বাধীন ফিরোজ(ঈগল), স্বতন্ত্র প্রার্থী বিএনপির বহিস্কৃত সদস্য আফজাল হোসেন(ফুলকপি), স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম(কেটলী) প্রতীক পেয়েছেন। বগুড়া জেলা রিটার্নিং কর্মকর্তা সাক্ষরিত তালিকা হতে বগুড়া-৩ আসনের এ ১১জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন