
বগুড়ার ধুনটে চেক জালিয়াতির মামলায় হাফিজুর রহমান মন্ডল নামে এক ঠিকাদারকে ৪ মাসের সশ্রম কারাদ- দিয়েছেন আদালত। এছাড়াও আদালত তাকে ১ লাখ ৫৩ হাজার টাকা অর্থদ- প্রদান করেছেন।
মঙ্গলবার ধুনট থানা পুলিশ তাকে ওয়ারেন্টমুলে গ্রেফতার করে বগুড়ার আদালতে সোপর্দ করেছেন। গ্রেফতারকৃত হাফিজুর রহমান মন্ডল ধুনট সদর ইউনিয়নের মাটিকোড়া গ্রামের জাহান বক্স মন্ডলের ছেলে এবং তিনি মেসার্স রিয়া কনষ্ট্রাকশনের প্রোপাইটার।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈকত হাসান জানান, ২০২১ সালে হাফিজুর রহমানের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়। ওই মামলার দীর্ঘ শুনানী শেষে বিজ্ঞ আদালত তাকে ৪ মাসের সশ্রম কারাদ- এবং ১ লাখ ৫৩ হাজার টাকা অর্থদ- প্রদান করেন। রায় ঘোষণার সময় আসামী উপস্থিত না থাকায় গত ১৩ নভেম্বর বিজ্ঞ আদালত গ্রেফতারী ওয়ারেন্ট জারি করেন। এরপর থেকেই তিনি পলাতক ছিলেন। মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে হাফিজুর রহমানকে গ্রেফতার করে বগুড়ার আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন