দুপচাঁচিয়ায় দুইজন ভিক্ষুককে পুনবার্সনের ব্যবস্থা করল সমাজসেবা কার্যালয় | Daily Chandni Bazar দুপচাঁচিয়ায় দুইজন ভিক্ষুককে পুনবার্সনের ব্যবস্থা করল সমাজসেবা কার্যালয় | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৯ ডিসেম্বর, ২০২৩ ২১:৪৮
দুপচাঁচিয়ায় দুইজন ভিক্ষুককে পুনবার্সনের ব্যবস্থা করল সমাজসেবা কার্যালয়
দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ

দুপচাঁচিয়ায় দুইজন ভিক্ষুককে পুনবার্সনের ব্যবস্থা করল সমাজসেবা কার্যালয়

দুপচাঁচিয়া উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল হতে দুইজন ভিক্ষুককে বিকল্প কর্মসংস্থানের মাধ্যমে পুনবার্সন কর্মসংস্থান সহায়ক বিপনী বিতান প্রদান করা হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার দুপুরে দুপচাঁচিয়া পৌর এলাকার ডিমশহর মহল্লায় ভিক্ষুক শহিদুল ইসলামকে দেয়া মুদিপন্য ও স্টেশনারী সামগ্রী সহ একটি লোহার তৈরি স্টল ঘরের ফিতা কেটে উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফিরোজ শাহ, পৌর কাউন্সিলর আবু বক্কর সিদ্দিক, ডিমশহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল হোসেন। একইদিন উপজেলার আটগ্রাম কালীবাড়ি বাজারে খুনিহারা গ্রামের বাসিন্দা আবু সাঈদ প্রামানিককে অনুরূপ পন্য সামগ্রী সহ একটি স্টল ঘর প্রদানের ফিতা কেটে উদ্বোধন করে প্রধান অতিথি। এসময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা ছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য বাদেশ আলী, আটগ্রাম কালীবাড়ি বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মুন্টু প্রামানিক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য দুপচাঁচিয়া পৌর এলাকার ডিমশহর মহল্লার আয়েন উদ্দিন শেখের ছেলে শহীদুল ইসলাম(৭০) একসময় টিনের ঘর ছাউনী মিস্ত্রী ছিলেন। প্রায় ২বছর আগে তিনি এ কাজ করার সময় পড়ে গিয়ে প্যারালাইসিস এ আক্রান্ত হন। কাজ করতে না পারায় জীবন চালাতে তিনি ভিক্ষাবৃত্তি পেশা বেছে নেন। অপর ব্যক্তি আবু সাঈদ প্রামানিক উপজেলার খুনিহারা গ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে। পেশায় ছিলেন ইটভাটার শ্রমিক। প্রায় ৫বছর আগে তিনি সড়ক দুর্ঘটনায় কর্মক্ষমতা হারিয়ে ফেলেন। সংসার চালাতে তিনি বেছে নেন ভিক্ষা বৃত্তি। 
উপরিউক্ত ব্যক্তিদ্বয়ের জীবন চলার এ চরম সংকটদিক বিবেচনা করে উপজেলা ভিক্ষুক পুনবার্সন কমিটি তাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল হতে এ পুনবার্সনের ব্যবস্থা করেন।  

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন