সারিয়াকান্দিতে সাকিল নামে এক কিশোর শ্রমিক হত্যার অভিযোগে মামলা দায়ের | Daily Chandni Bazar সারিয়াকান্দিতে সাকিল নামে এক কিশোর শ্রমিক হত্যার অভিযোগে মামলা দায়ের | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৯ ডিসেম্বর, ২০২৩ ২২:০৭
সারিয়াকান্দিতে সাকিল নামে এক কিশোর শ্রমিক হত্যার অভিযোগে মামলা দায়ের
সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি :

সারিয়াকান্দিতে সাকিল নামে এক কিশোর শ্রমিক
হত্যার অভিযোগে মামলা দায়ের

বগুড়ার সারিয়াকান্দিতে সাকিল নামে এক কিশোর শ্রমিক হত্যার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে । জানা গেছে, উপজেলার বোহাইল ইউনিয়নের উত্তর ধারাবর্ষা গ্রামের কৃষক দুলাল খাঁর বাড়ীতে ১লাখ১০ হাজার টাকায় ১বছর চুক্তিতে  গত ২ মাস যাবত শ্রমিকের কাজ করে আসছিল সাকিল। গত সোমবার সকালে সাকিলের হঠাৎ মৃত্যুর খবর শুনে সাকিলের পরিবারের লোকজন দুলাল খাঁর বাড়িতে যায় । সাকিলের মৃত রহস্যজনক মনে হওয়ায় সাকিলের পরিবার  দুপুরে পুলিশকে সংবাদ দেয় । সারিয়াকান্দি থানা পুলিশ সোমবার সন্ধ্যায় সাকিলের মৃত দেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে । নিহত কিশোর সাকিলের পিতা সাজু মন্ডল বাদী হয়ে গত সোমবার রাতে সারিয়াকান্দি থানায় হত্যা মামলা দায়ের করেন । মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই নজরুল ইসলাম জানান, ময়না তদন্তের জন্য সাকিলের লাশ বগুড়া শজিমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কৃষক দুলাল খাঁকে আটক করা হয়েছে। ময়না তদন্তের রির্পোট পেলে মৃত্যুর কারণ জানা যাবে । 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন