ধুনটে গৃহবধুর শ্লীলতাহানীর মামলায় যুবক গ্রেফতার | Daily Chandni Bazar ধুনটে গৃহবধুর শ্লীলতাহানীর মামলায় যুবক গ্রেফতার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২০ ডিসেম্বর, ২০২৩ ১৯:১২
ধুনটে গৃহবধুর শ্লীলতাহানীর মামলায় যুবক গ্রেফতার
ধুনট (বগুড়া) প্রতিনিধি:

ধুনটে গৃহবধুর শ্লীলতাহানীর
মামলায় যুবক গ্রেফতার

বগুড়ার ধুনটে এক গৃহবধুকে শ্লীলতাহানীর ঘটনায় দায়েরকৃত মামলায় রিপন আকন্দ (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার তাকে গ্রেফতারের পর বগুড়ার আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেফতারকৃত রিপন আকন্দ ধুনট উপজেলার জোড়খালি পূর্বপাড়া গ্রামের সাহেব আলী আকন্দের ছেলে।

মামলাসূত্রে জানাগেছে, জোড়খালি পূর্বপাড়া গ্রামের জনৈক এক ব্যক্তি জীবিকার তাগিদে ঢাকার একটি গার্মেন্টসে চাকরি করে। সেই সুবাদে তার স্ত্রী শ্বশুর-শ্বাশুড়ির সঙ্গে গ্রামে বসবাস করে আসছে। গত ৩০ নভেম্বর দুপুর ২টার দিকে ওই গৃহবধুর শ্বশুর মাঠে ধান কাটতে এবং শ্বআশুড়ি পাশের একটি চাতালে ধান শুকাতে যায়। এই সুযোগে প্রতিবেশি যুবক রিপন আকন্দ ওই গৃহবধুর ঘরে প্রবেশ করে তার শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানী করতে থাকে। এসময় ওই গৃহবধুর চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে বখাটে যুবক রিপন কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। 

এদিকে এই ঘটনায় স্থানীয় মাতব্বরদের কাছে বিচার চাইলে তারা আপোষ মিমাংসার আশ্বাস দেন। কিন্তু দীর্ঘদিনেও ওই গৃহবধু কোন বিচার না পাওয়ায় অবশেষে মঙ্গলবার রাতে বখাটে যুবক রিপনের বিরুদ্ধে ধুনট থানায় একটি মামলা দায়ের করেন।

এবিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈকত হাসান বলেন, গৃহবধুকে শ্লীলতাহানীর ঘটনায় দায়েরকৃত মামলার আসামীকে গ্রেফতার করে বুধবার আদালতে সোপর্দ করা হয়েছে। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন