গাবতলীতে একই পরিবারের ৩জনকে কুপিয়ে জখম | Daily Chandni Bazar গাবতলীতে একই পরিবারের ৩জনকে কুপিয়ে জখম | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২০ ডিসেম্বর, ২০২৩ ১৯:১৬
গাবতলীতে একই পরিবারের ৩জনকে কুপিয়ে জখম
গাবতলী (বগুড়া) প্রতিনিধি

গাবতলীতে একই পরিবারের
 ৩জনকে কুপিয়ে জখম

বগুড়ার গাবতলীতে জমিজমার বিরোধের জের ধরে একই পরিবারের তিনজনকে কুপিয়ে জখম করা হয়েছে। এ ঘটনায় আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে। উপজেলার তরফমেরু গ্রামে এ ঘটনা ঘটে।  
মামলাসূত্রে জানা গেছে, গাবতলী সদর ইউনিয়নের তরফমেরু গ্রামের মৃত লোকমান পাইকাড়ের ছেলে লয়া মিয়ার (৪০) সাথে একই গ্রামের কতিপয় ব্যক্তির সাথে দীর্ঘদিন পূর্ব থেকে জমিজমার বিরোধ ছিল। গত ৫ডিসেম্বর দুপুরে লয়া মিয়া তরফমেরু মৌজায় ৬শতক দখলীয় সম্পত্তিতে চাষাবাদের কাজ করছিল। এ সময় ওই প্রতিপক্ষরা পূর্ব পরিকল্পিতভাবে বিভিন্ন ধারালো অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে ওই জমিতে প্রবেশ করে লয়া মিয়াকে কুপিয়ে রক্তাক্ত জখম করে। এ সময় লয়া মিয়ার স্ত্রী আকতার বানু ও বড়ভাই মঞ্জুর পাইকার এগিয়ে এলে তাদেরকেও ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত করে ওই প্রতিপক্ষরা। আহতদের মধ্যে মঞ্জুর পাইকারকে আশঙ্কাজনক অবস্থায় গাবতলী হাসপাতালে ভর্তি করানো হয়। অন্যান্য আহতরা প্রাথমিক চিকিৎসা নেয়। এ ঘটনায় মঞ্জুর পাইকার বাদী হয়ে গত ১২ডিসেম্বরে ইয়াসিন আলী, পারভেজ হোসেন, মকবুল, এনামুল হক ও আফরোজা বেগমকে অভিযুক্ত করে ৫জনের নাম উল্লেখ করে জেলা বগুড়ার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গাবতলী থানা আমলী আদালতে একটি মামলা দায়ের করেন।  

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন