বগুড়ায় চিকিৎসাধীন অবস্থায় সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু | Daily Chandni Bazar বগুড়ায় চিকিৎসাধীন অবস্থায় সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২০ ডিসেম্বর, ২০২৩ ১৯:৩৩
বগুড়ায় চিকিৎসাধীন অবস্থায় সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু
ষ্টাফ রিপোর্টার

বগুড়ায় চিকিৎসাধীন অবস্থায়
সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু

ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য মামলায় সাজাপ্রাপ্ত ইউনুছ ব্যাপারি (৫০) নামে এক আসামী বগুড়ায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার ভোরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে তিনি মারা যান। এর আগে ১৭ ডিসেম্বর সিরাজগঞ্জ থেকে তাকে অসুস্থ অবস্থায় বগুড়ায় নিয়ে আসা হয়।

ইউনুছ ব্যাপারি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার দ্বারিয়াপুর গ্রামের মৃত জহির ব্যাপারির ছেলে। মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন বগুড়া জেলা কারাগারের জেল সুপার আনোয়ার হোসেন। তিনি জানান, ইউনুছ ব্যাপারিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় এক মাসের সাজা দেন সিরাজগঞ্জের ভ্রাম্যমাণ আদালত। গত ১৪ ডিসেম্বর তাকে কারাগারে নেয়া হয়। পরে অসুস্থজনিত কারণে ১৭ ডিসেম্বরে তাকে বগুড়া কারাগারের মাধ্যমে শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। পরে বুধবার ভোরে তিনি মারা যান।
জেল সুপার আনোয়ার হোসেন বলেন, মরদেহ শজিমেক হাসপাতালের মর্গে আছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

  দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন