নৌকার বিজয় সুনিশ্চিত করতে যুবলীগের নেতাকর্মীদের কাজ করতে হবে-ডাঃ নান্নু | Daily Chandni Bazar নৌকার বিজয় সুনিশ্চিত করতে যুবলীগের নেতাকর্মীদের কাজ করতে হবে-ডাঃ নান্নু | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২১ ডিসেম্বর, ২০২৩ ২২:৪৫
নৌকার বিজয় সুনিশ্চিত করতে যুবলীগের নেতাকর্মীদের কাজ করতে হবে-ডাঃ নান্নু
নির্বাচন উপলক্ষে গাবতলীতে যুবলীগের বিশেষ বর্ধিত সভা
গাবতলী (বগুড়া) প্রতিনিধি


নৌকার বিজয় সুনিশ্চিত করতে যুবলীগের 
নেতাকর্মীদের কাজ করতে হবে-ডাঃ নান্নু

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ডাঃ মোস্তফা আলম নাননু বলেছেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ বির্নিমানে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বিশ্বের বুকে দেশকে মাথা উচুঁ করে দ্বার করিয়েছেন। দেশ এখন উন্নয়নের রোল মডেল। তিনি বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতি বজায় রাখতে এবারও সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নৌকার বিজয় সুনিশ্চিত করতে যুবলীগের নেতাকর্মীদের আন্তরিকভাবে কাজ করার আহবান জানান তিনি। গতকাল বৃহস্পতিবার গাবতলী উপজেলা যুবলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে নির্বাচনী বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। উপজেলা যুবলীগের সভাপতি নজরুল ইসলাম বিটুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহজাহান আলীর পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু। আরো বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি মোস্তফা আব্দুর রাজ্জাক মিলু, শাজাহানপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) প্রভাষক সোহরাব হোসেন ছান্নু, জেলা যুবলীগের সহ-সভাপতি অধ্যাপক নাছিরুজ্জামান টিটো, যুগ্ম সম্পাদক নুরেজ্জামান সিদ্দিকী, জেলা পরিষদের সদস্য ও উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহেল বাকী পাইকার প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সহ-সভাপতি মাইছুল তোফায়েল কোয়েল, এজাজুল হক ডনেল, যুগ্ম সম্পাদক বাপ্পি কুমার চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান সিজু, দপ্তর সম্পাদক জাকারিয়া আদিল, শিক্ষা ও প্রশিক্ষন বিষয়ক সম্পাদক রবিউল হায়াত পটল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রুমেন খান, সদস্য স¤্রাট, জোবায়ের, সৌরভ, শাজাহানপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলমগীর বাদশা,  উপজেলা যুবলীগের সহ-সভাপতি আমিনুল ইসলাম মুক্তা, জার্জিস, গালিব, যুগ্ম সম্পাদক রায়হান, সাংগঠনিক সম্পাদক রনজু, টিটু, পায়েল, মিঠু, সুফল, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মুন পাইকার, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বিপ্লব, উপ-দপ্তর গোলাপসহ উপজেলা ও ইউনিয়নের যুবলীগের নেতৃবৃন্দ। 

.দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন