কাহালুতে স্বামী পরিত্যক্তা এক নারী ধর্ষণের শিকার ধর্ষক গ্রেফতার | Daily Chandni Bazar কাহালুতে স্বামী পরিত্যক্তা এক নারী ধর্ষণের শিকার ধর্ষক গ্রেফতার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২১ ডিসেম্বর, ২০২৩ ২৩:০০
কাহালুতে স্বামী পরিত্যক্তা এক নারী ধর্ষণের শিকার ধর্ষক গ্রেফতার
কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ

কাহালুতে স্বামী পরিত্যক্তা এক নারী 
ধর্ষণের শিকার ধর্ষক গ্রেফতার

বগুড়ার কাহালুর শিকড় গ্রামে ভাড়া বাসায়  গত বুধবার গভীর রাতে ৩৬ বছর বয়সী এক নারী ধর্ষণের শিকার হন। ধর্ষিতা নিজেই বাদী হয়ে কাহালু থানায় মামলা করলে পুলিশ ধর্ষক মোশারফ হোসেন (৩৮) কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মোশারফ হোসেন বগুড়া সদরের ছোট কুমিড়া গ্রামের মৃত লইমুদ্দিনের ছেলে।
       থানা সুত্রে জানাগেছে, স্বামী পরিত্যক্তা ঐ নারী বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার বিষ্ণপুর গ্রামের মৃত হারদার আলী কন্যা।সে কাহালু উপজেলা নারহট্ট ইউনিয়নের শিকড় গ্রামে জনৈক মোহম্মাদ আলী নামক এক ব্যাক্তির বাসা ভাড়া নিয়ে থাকতেন। এব্যাপারে ধষিতা নিজেই বাদী হয়ে গত বৃহস্পতিবার কাহালু থানায় ১৫ নং একটি ধর্ষণ মামলা করেন। পুলিশ ধর্ষিতাকে ডাক্তারী পরীক্ষার জন্য মেডিক্যালে প্রেরণ করেছেন।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন