৫৪ দিন পর বিএনপি কার্যালয়ের সামনে থেকে সরে গেছে পুলিশ। বৃহস্পকিবার (২১ ডিসেম্বর) রাতে সরেজমিনে দেখা যায়, কার্যালয়ের সামনে ও আশপাশে কোনো পুলিশ সদস্য নেই। গত ২৮ অক্টোবরের পর থেকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নেয় পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানায়, নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ও আশপাশে শুক্রবার (২২ ডিসেম্বর) কোনো পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য দেখা যায়নি।
এর গত ২৮ অক্টোবরে নয়াপল্টনে সমাবেশ এবং পরবর্তীতে সংঘর্ষের পর থেকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ঘিরে রাখেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ২৪ ঘণ্টা পর্যায়ক্রমে কার্যালয়ের সামনে ও আশপাশে নিয়োজিত ছিল পুলিশ। শুরুতে সেখানে সাধারণ মানুষের চলাচলেও বাধা দেওয়া হয়। এরপর থেকেই বিএনপির কেন্দ্রীয় কার্যালয় তালাবদ্ধ অবস্থায় রয়েছে।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন